অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে সবার নজর ১৫ অক্টোবরের দিকেই। কারণ এই দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে গতকালই শোনা যায় নিরাপত্তার কারণে বদলে যেতে পারে এই ম্যাচের দিন। আর এবার এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ বদলে যেতে পারে। তবে শুধু ভারত-পাক নয়, আরও কিছু ম্যাচের দিন পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিন জয় শাহ জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ বদলে যেতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন পাল্টালেও ওই ম্যাচ আহমেদাবাদেই হবে। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনও দিন ওই ম্যাচ হতে পারে। শাহ আরও জানিয়েছেন, তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বোর্ড সচিব।


আহমেদাবাদে বড় উৎসব নবরাত্রির। নরবাত্রি উৎসবের কারণে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে।

আরও পড়ুন:ঘরের মাঠে দুরন্ত জয় লাল-হলুদের, ইস্টার্ন রেলকে হারাল ৫-১ গোলে

