Friday, November 14, 2025

“নাটক করতেই PSC অফিসে দৌড়”, শুভেন্দুকে তো.প কুণালের

Date:

Share post:

দুর্নীতি হয়েছে WBCS পরীক্ষার মাধ্যমে নিয়োগেও! এমন বিস্ফোরক দাবি তুলে শুক্রবার বিকেলে RTI করার জন্য দক্ষিণ কলকাতার মুদিয়ালীতে PSC অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

PSC অফিসে কীসের RTI? বিরোধী দলনেতার অভিযোগ, সেই সংক্রান্ত তথ্য জানতে চান তিনি। ‘গেট বন্ধ কেন’? এদিন PSC অফিসে পৌঁছেই মেজাজ হারান শুভেন্দু। জানতে চান, ‘মমতা মাইনে দেয়? ডিএ পান না, তাও বিজেপিকে আটকাবেন কেন’? এমন কাণ্ডের পর ফের শুভেন্দুকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার মিথ্যা গল্প ফেঁদে বাজার গরম করতে গিয়ে মুখ পুড়েছে শুভেন্দুর। তাই নজর ঘোরাতে তড়িঘড়ি PSC অফিসে গিয়ে নাটক করছেন শুভেন্দু।

তার আগে টেন্ডার নিয়ে শুভেন্দুর মুখোশ খুলে দেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেন, “কাঁথি পুরসভার নথি, সুদীপ্ত সেন কোর্টে চিঠি লিখে বলেছেন, এই শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার, যে তারা তাঁকে কাঁথি পুরসভায় যেতে বাধ্য করেছেন, একটা ভুয়ো আশ্বাস দিয়ে। ২২ তলা বাড়ি! জমি দেবে। যা নাকি ওদের এক্তিয়ারে ছিল না। ব্যাঙ্ক ড্রাফে টাকা নিয়েছে। কয়েক কোটি টাকা নগদ নিয়েছে। ব্যাঙ্ক ড্রাফটি পাওয়া গিয়েছে। কাঁথি পুরসভায়। এটা তোও PMLA-এর অধীনে পড়ছে। ইডি এবার কলার ধরে চোরটাকে নিয়ে আসুক! চোর শুভেন্দু অধিকারী। চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা’!

আরও পড়ুন- মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

কুণালের আরও বক্তব্য, ”স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। সরকার মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেখানে দুর্নীতির অভিযোগ তুলে কাঁচের ঘরে বসে ঢিল মারছ, শুভেন্দু। সারদার চোর, নারদায় FIR কে করেছে? নারদায় শুভেন্দুকে কে চোর করে বলেছে? বিজেপি বলেছে। কোন সালে বলেছে? ২০১৬ সালে বলেছে। কোথা থেকে বলেছে? বিজেপি পার্টি অফিস থেকে বলেছে। কী দেখিয়েছে বলেছে? ভিডিয়ো দেখিয়ে বলেছে। ঘুষখোর শুভেন্দু, চোর শুভেন্দু! নির্লজ্জ, বেহায়া। অমিত শাহের জুতো পালিশ করতে গিয়েছে গ্রেফতারি থেকে বাঁচতে। তার বড় বড় কথা’!

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...