Monday, November 10, 2025

হিং.সাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে ঘোরানোর জের! ভিডিওকাণ্ডে FIR দায়ের CBI-র

Date:

Share post:

দুই মহিলাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর জের। সেই নৃশংস ঘটনায় এবার এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI)। শনিবার এক সংবাদ সংস্থা সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে। মণিপুরের (Manipur) সেই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দার মুখে পড়ে মোদি সরকার(Modi Govt)। তড়িঘড়ি বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়েছিল তদন্তভার। ৪ মে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে বলে জানাল সিবিআই। মণিপুরের এই ঘটনার তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বিরোধীদের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে কেন এফআইআর দায়ের করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বেছে বেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ক্ষেত্রে এত ঢিলেমি দেখা যাচ্ছে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে।

এর আগে ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাজেয়াপ্ত হয়েছে ভিডিও তোলা সেই মোবাইলটিও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুনের অভিযোগ ওঠে। চলতি বছরের গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দায় সরব হয় দেশ। এরপর নানা মহলে নিন্দার ঝড় ওঠে। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এদিকে শনিবারই চূড়াচাঁদপুরের হিংসা কবলিত মণিপুরিদের সঙ্গে দেখা করতে যান খোদ রাজ্যপাল অনুসুইয়া উইকে। তিনি বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে শান্তি ফিরে আসবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে শান্তি ফিরিয়ে আনা যায়। উভয় সম্প্রদায়ের মানুষ যেন একে অপরের সঙ্গে কথা বলেন। এদিকে শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদরা।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...