অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থ তম বর্ষে স্পন্দন শারদ সম্মানের ‘DURGA PUJO BANNER SHOOT’ । চতুর্থ বর্ষে পদার্পণ করতে চলেছে স্পন্দনের এই উদ্যোগ। কলকাতা সহ সারা বাংলায় এই শারদ সম্মান হবে। এই বছর অনেক চমক নিয়ে আসছে শারদ সম্মানে এমনটাই জানালেন কর্ণধার ও প্রতিষ্ঠাতা ATMAJYOTI MITRA ।

এদিনের ব্যানার শ্যুট অনুষ্ঠানে অনেক মডেল ও মেক আপ আর্টিস্ট উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্পন্দনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেবলিনা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার পরিচিত মুখ ও ফটোগ্রাফার সৌরভ মুখার্জি।

আরও পড়ুন- একাধিক বিষয়ে ফাঁকা আসন! পড়ুয়া পেতে ফের খুলল ভর্তির পোর্টাল
