Sunday, May 4, 2025

মন্তব্য কীসের ইঙ্গিত! কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) বিভিন্ন সময়ের পর্যবেক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল হয়েছে। বিশেষ করে এজলাসে বসে তাঁর কথা মন্তব্য ঘিরে শাসক-বিরোধী তরজায় খরচ হয়েছে অনেক নিউজ প্রিন্ট-এয়ার টাইম। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের করা মন্তব্যের কোলাজ নিজের ফেসবুক পেজে (Face book Page ) পোস্ট করলেন তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee)। সঙ্গে কবিতা লিখে তীব্র কটাক্ষ করেন তিনি।

ছবি পোস্ট করে দেবাংশু লেখেন,
“আস্তে আস্তে খুলছে মুখোশ
নগ্ন হয়েছে ন্যায়ের রূপ..
মুখ খোলো যদি, ভীষণ শাস্তি!
তাইকি আমরা রয়েছি চুপ?”

কী প্রেক্ষিতে এই কবিতা?
বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন মন্তব্য করেন। কখনও তিনি প্রধানমন্ত্রীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ করতে চান, কখনও যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিতে বলেন, আবার কখনও বাংলার সরকারি স্কুল আদানির কাছে বেচে দিতে বলেন। এর থেকেই প্রমাণ হয়, গেরুয়া লাইনেই চলছেন তিনি- অভিযোগ রাজনৈতিক মহলের। সেই কথার ইঙ্গিতই নিজের পোস্টে দিয়েছেন দেবাংশু। একই সঙ্গে গত বছর করা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের কথাও লেখেন তৃণমূলের যুব নেতা। সেখানে তিনি প্রয়োজনে গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব চাওয়ার কথা বলেন- যেটা বিজেপি নেতাদের মুখের বুলি। এই সব দেখেই তাঁর সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন শাসকদলের নেতারা। কটাক্ষ করে কবিতা লেখেন দেবাংশু।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...