Tuesday, December 30, 2025

তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর, পাল্টা চোর-চিটিংবাজ কটাক্ষ কুণালের

Date:

Share post:

নাচতে না জানলে উঠোন বাঁকা। পঞ্চায়েত ভোটে হারের পর থেকে অভিযোগের আর শেষ নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার তৃণমূলের একধিক পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি করে ভোটে দাঁড়ানোর অভিযোগ তুললেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু। দ্রুত তিনি সেই তালিকা ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর এমন অভিযোগের পর তাঁকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনিও শুভেন্দুকে প্রতিষ্ঠিত চোর-চিটিংবাজ বলে তোপ দাগেন।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য কমিশনের কাছে আরটিআই করে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য চেয়েছিলেন। মূলত তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের নাম, ঠিকানা, স্বামী অথবা বাবার নাম, শংসাপত্র ইস্যু হওয়ার তারিখ জানতে চেয়েচিলেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলের যে প্রার্থী সংরক্ষিত আসলে লড়েছেন তাঁদের অধিকাংশেরই নাকি জাতি শংসাপত্র ভুয়ো। ১৫ আগস্টের পর তালিকা প্রকাশ্যে আনবেন তিনি।

এদিকে শুভেন্দু এমন দাবি করতে স্বভাবসিদ্ধ মেজাজে তাঁকে ধুয়ে দেন কুণাল ঘোষ। শুভেন্দুর দাবি উড়িয়ে দেন তৃণমুল নেতা। তাঁর কথায়, “ও একটা প্রতিষ্ঠিত চোর, চিটিংবাজ, তোলাবাজ। সারদা-নারদায় সিবিআই এফআইআর-এ নাম রয়েছে। গ্রেফতারি এড়াতে দলবদল করেছে। বিজেপিতে গিয়ে জুতো পালিশ করছে। নিজের এলাকায় জিততে পারে না। নন্দীগ্রাম জেলা পরিষদে হেরেছে। পূর্ব মেদিনীপুরে হেরেছে। গো হারা হেরে যা খুশি তাই বলছে। এটা হয় নাকি!”

 

 

 

 

spot_img

Related articles

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা...

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ...

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ...

মঙ্গল সন্ধ্যায় নন্দনে সঙ্গীতমেলায় গান গাইলেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন ছন্দে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়ার সভা সেরে সন্ধেয় সেখানে...