Monday, November 10, 2025

তিলজলায় ব্যবসায়ী অপহর*ণকাণ্ডে সাসপেন্ড পুলিশকর্মী ! কেন?

Date:

Share post:

তিলজলায় ব্যবসায়ী অপহরণ কাণ্ডের তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই হদিশ মিলছে বড় চক্রের। এবার এই ঘটনায় সাসপেন্ড করা হল এসটিএফের এসআইকে। শুধু সাসপেন্ড নয়, প্রমাণ জোগাড় করে ওই পুলিশ কর্মীকে জেরা করতেই বয়ানে অসঙ্গতি মিলেছে বলে খবর। এরপরই গ্রেফতার করা হয়েছে ওই পুলিশকর্মীকে। যদিও পুলিশের তরফে গোটা ঘটনায় ওই এসআইয়ের ঠিক কী ভূমিকা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ রবিবার ফের হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল রেলের, প্রভাব শিয়ালদহ শাখায়

গত বৃহস্পতিবার রাজমুল সেখ ওরফে রাজু নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ফারাক্কার বাসিন্দা তিনি। প্রথমে ডিটারজেন্টের ব্যবসা করতেন। পরে চিনার পার্কের এক ব্যক্তির কথায় ক্রিপ্টোকারেন্সির ব্যাবসা শুরু করেন। বৃহস্পতিবার তিলজলার কাছে একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। সঙ্গে সঙ্গে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজমূলের আত্মীয়রা। অপহরণকারীরা ফোনে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ। এরপরই তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন দিঘা থেকেই মুক্তিপণ চেয়ে ফোন করা হয়।


গোয়েন্দা পুলিশরা দিঘায় হানা দিয়ে অপহৃত ব‌্যক্তিকে উদ্ধার করে কলকাতায় নিয়ে আসেন। দিঘা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। সোমবার হজাওড়া থেকে মম্মদ ইমরান নামে আরও একজনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ। ইমরান ফারাক্কার বাসিন্দা। অপহরণকারীদের মধ্যে মূলপাণ্ডা আলকাস খান। লালবাজার জানায়, ক্রিপ্টোকারেন্সির টাকা নিয়ে বিবাদ থেকে ব‌্যবসায়ীকে অপহরণ করা হয়। আলকাস রাজমুলকে ব্যবসার জন্য ১ কোটি ২৭ লক্ষ টাকা দিয়েছিল। কিন্তু রাজমুল সেই টাকা আর ফেরত দিচ্ছিল না। সেজন্য তাঁকে অপহরণের ছক কষে। তদন্তে নেমেই ঘটনার সঙ্গে এসটিএফের এক এসআই-এর যোগ রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। মঙ্গলবার গোটা রাত তাকে জেরা করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, চক্রান্তকারীদের মধ্যে একজন পুলিশকর্মী।

spot_img

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...