Monday, August 25, 2025

আরও ২ মসজিদে বো.মাবাজি, নুহ-কাণ্ডে দিল্লিকে বার্তা আমেরিকার

Date:

Share post:

মণিপুর হিংসার(Manipur) জেরে উত্তাল গোটা দেশ। গোদের ওপর বিষ ফোঁড়ার মত এবার হিংসার আগুন জ্বলে উঠেছে হরিয়ানাতে(Haryana)। রাতের অন্ধকারে হরিয়ানার নুহ জেলায় এবার আরও দুটি মসজিদে(Mosque) দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় মসজিদে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে, হরিয়ানা গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ভারতকে বার্তা দিল আমেরিকা(America)।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার রাত ১১ টা নাগাদ বিজয় চক এলাকায় একটি মসজিদে বোমা ছোড়া হয়। এরপর স্থানীয় থানার নিকটবর্তী আরো এক মসজিদে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় মসজিদ দুটিতে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোতল বোমায় মলটোভ ককটেল ব্যবহার করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আরো একটি দোকানে আগুন ধরানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হিংসায় উত্তপ্ত নুহ জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি বুধবারের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই এলাকায়।

এদিকে হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এবার ভারতকে বার্তা দিল আমেরিকা। বুধবার আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার সিটি গুরুগ্রামে এখনও রয়েছে চাপা উত্তেজনা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নুহ, ফরিদাবাদ, গুরুগ্রামের মতো এলাকা গুলিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

spot_img

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...