Sunday, January 11, 2026

জ্ঞানবাপীতে সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম দ্বারস্থ মসজিদ কর্তৃপক্ষ

Date:

Share post:

তজ্ঞানবাপী মসজিদে(GyanBapi mosque) বৈজ্ঞানিক সমীক্ষার কাজ করতে পারবে এএসআই। স্থগিতাদেশ তুলে নিয়ে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে ছিল এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High Court)। আদালতের সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করল মসজিদ কর্তৃপক্ষ। হাইকোর্টের রায় আসার পর পরই শিশু আদালতের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি হবে মামলাটির।

গত ২১ জুলাই বারাণসীর (Varanasi) জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে শুরু হয় সমীক্ষার কাজ। কিন্তু সমীক্ষা স্থগিত করতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় জ্ঞানবাপী মসজিদের ম্যানেজিং কমিটি। শীর্ষ আদালতের নির্দেশেই এএসআই সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে মসজিদ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্ট একাধিকবার জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ স্থগিত করে দেয়।

তবে বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়, জ্ঞানবাপীতে ASI-এর সমীক্ষা চলবে। বারাণসীর জেলা আদালত বৈজ্ঞানিক সমীক্ষার পিছনে উপযুক্ত যুক্তি দিয়েছে। সুবিচারের স্বার্থে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার প্রয়োজন। ফলে খারিজ হয়ে যায় মসজিদ কর্তৃপক্ষের আরজি। এরপরই এই সমীক্ষার কাজে স্থগিতাদেশ যে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জি রাখা হয়েছে আদালতে। অন্যদিকে, জ্ঞানবাপীতে নিরাপত্তা মোতায়েন করার দাবিতেও একটি মামলা দায়ের হয়েছে বারাণসীর জেলা আদালতে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...