নাম বিভ্রাটে আট মাস জেলবন্দি! ছত্তিশগড় (Chhattisgarh) সরকারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল ছত্তিশগড় হাই কোর্ট (Chhattisgarh High Court)। মাওবাদী বলে পোডিয়াম ভীমা নামে ওই যুবককে ধরে কারণ ছাড়া জেলে পুরে রাখে ছত্তিশগড় পুলিশ (Police)। পুলিশের ভুলে জীবনের মূল্যবান আট মাস নষ্ট এবং সামাজিক সম্মান নষ্টের দায়ে সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত সুকমায় বাড়ি পোডিয়াম ভীমার। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম থেকেই তিনি দাবি করেন, মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত নন। কিন্তু সেই কথা শোনেনি পুলিশ। মাসের পর মাস জেলবন্দি থাকেন তিনি। প্রায় ৭ মাস ২৬ দিন বন্দি দশার পর হাই কোর্টে সুবিচার পেলেন ওই যুবক। ভীমার আইনজীবী জানান, একই নামের অন্য একটি ব্যক্তির বদলে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়। দান্তেওয়াড়ার নিম্ন আদালতেও নির্দোষ বলে ঘোষিত হন ভীমা। পুলিশের ভুলেই নির্দোষকে জেল খাটতে হয়েছে বলে স্বীকার করেন সরকারি আইনজীবীও। তাঁকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অন্তর্বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়। যদিও ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই পুলিশ আধিকারিকের।

আরও পড়ুন- কল্যাণীতে হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দে.হ, খু.নের অভিযোগ পরিবারের
