Thursday, August 21, 2025

মাঝ আকাশে গলদঘর্ম!ইন্ডিগোর বিমানে বিকল এসি

Date:

Share post:

টেক অফের আগেই বিমানের এসি কাজ করছিল না। কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের ইঞ্জিনিয়র সকলেই চেষ্টা করেও চালু করতে পারেননি এসি। স্বভাবতই দরদরিয়ে ঘামতে শুরু করেন যাত্রীরা। সেই অবস্থাতেই বিমান ওড়ান পাইলট। এদিকে ঘেমেনেয়ে ওঠা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বিমানে টিস্যু বিলি করতে থাকেন ক্রেবিন ক্রু। এইভাবেই ৯০ মিনিটের আকাশ যাত্রার অভিজ্ঞতার যাত্রা শেয়ার করেছেন ইন্ডিগো এয়ারক্রাফট ৬ই৭২৬১-এর যাত্রী তথা পাঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


আরও পড়ুনঃ কাকভোরে কেঁপে উঠল চিনের!ভূমি*কম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আ*হত অন্তত ১০
কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘ইন্ডিগোর চণ্ডীগড় থেকে জয়পুরমুখী বিমানে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।’’ তাঁর দাবি, তিনিও ওই বিমানের যাত্রী ছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ওয়ারিংয়ের দাবি, প্রথমে প্রবল গরমের মধ্যে তাঁদের ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়। তার পর বিমান আকাশে উঠলে তাঁরা বুঝতে পারেন, এসি কাজ করছে না।তিনি এও দাবি করেন, বিমান ওড়া থেকে অবতরণ , গোটা সময়টিতে একবারও বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। আর তার জেরে বিমানে প্রবল গরমে ঘামতে শুরু করেন যাত্রীরা। কোলের শিশু থেকে বহু বৃদ্ধ-বৃদ্ধা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন।


কংগ্রেস নেতার অভিযোগ, বিমান সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে একটি কথাও বলা হয়নি। উল্টে কেবিন ক্রুদের দেখা যায় টিস্যু বিলি করতে। যাতে যাত্রীরা ঘাম মুছতে পারেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যাত্রীরা অনেকেই টিস্যু পেপারকে হাতপাখার মতো করে হাওয়া খাচ্ছেন। অনেকেই ঘাম মুছছেন।

ওই সমাজমাধ্যম পোস্টে ওয়ারিং ট্যাগ করেছেন, ডিজিসিএ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। আবেদন জানিয়েছেন কড়া ব্যবস্থার। যদিও এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...