গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য- কাহিনি। বেলেঘাটা শুঁড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবারের প্যান্ডেলের খুঁটি পুজো সম্পন্ন করলো। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু সহ বিশিষ্টরা।

বেলেঘাটা শুঁড়া স্পোর্টিং ক্লাবের ৮২তম বছরে পুজোর থিম ‘দ্য এড্রেস’ । এ প্রসঙ্গে থিম শিল্পী মধুরিমা বলেন, সেই ঠিকানা যে ঠিকানার সঙ্গে আমাদের আলাদা একটা আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আমরা একটা নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসি। সেটা কোন ঠিকানা? তা জানতে আসতে হবে পুজো প্যান্ডেলে।
দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, এবারের পুজোর থিম একটু অন্যরকম। আমরা সবাই কোন ঠিকানায় পৌঁছতে চাইছি, তারই প্রতিফলন দেখা যাবে এই ক্লাবের পুজোয়।
সব মিলিয়ে বলা যেতে পারে এ দিনের খুঁটিপুজো ও থিম উদ্বোধনের মধ্যে দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল।
