Monday, November 17, 2025

সুরক্ষার পরিবর্তে অবাধ নজরদারির ছাড়পত্র! কী বলা আছে ‘তথ্যপ্রযুক্তি বিলে’?

Date:

Share post:

লোকসভায় সোমবার ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয়েছে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল(Digital Personal Data Protection Bill)। মূলত ব্যক্তিগত তথ্য সুরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ওই বিল আনা হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও তথ্য সুরক্ষার পরিবর্তে সাধারণ মানুষের উপর অবাধ নজরদারির অধিকার পেতেই এই আইন আনা হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। তাঁদের দাবি, তথ্যের গোপনীয়তার নামে তথ্যের অধিকার আইন লঘু করা হয়েছে ওই বিলে। পাশাপাশি এই বিল আইনে পরিণত হলে ভার্চুয়াল সেন্সরশিপের ক্ষমতা পাবে কেন্দ্র।

সংসদের নিম্ন কক্ষে পাশ হওয়া এই বিলে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার অন্যান্য বিষয়ের মত জাতীয় নিরাপত্তা, বিদেশি সরকারগুলোর সঙ্গে সম্পর্ক এবং আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের জন্য প্রতিকূল পরিস্থিতিতে ‘রাজ্যকে যে কোনও’ তথ্যপ্রযুক্তি সংক্রান্ত হস্তক্ষেপের ক্ষেত্রে ছাড় দিতে পারবে। তবে বিরোধীদের অভিযোগ, যদি কোনও সংস্থার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ ওঠে সে ক্ষেত্রে সেই সংস্থাকে ছাড় দেওয়ার প্রশ্নে যথেচ্ছ ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে। তবে কেন্দ্রের বক্তব্য, শাস্তির পদ্ধতি সরল করা হয়েছে। ফৌজদারি অপরাধের ফলে এখন কোনও সংস্থা অন্যায় কাজ করলে আর্থিক জরিমানা হবে। অর্থাৎ এটা স্পষ্ট যে এক্ষেত্রে কঠোর পদক্ষেপের পরিবর্তে শুধু জরিমানা করেই ছাড় দেবে কেন্দ্র। পাশাপাশি, এই বিল আইনে পরিনত হলে দেশবাসীর উপরে নজরদারি করার কাঠামো গড়ে তুলবে সরকার। যথেষ্ট কারণ ছাড়াই আমজনতার তথ্যে নজরদারি করার ছাড় দেওয়া হয়েছে সরকারকে। এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি, বিলে একটি তথ্য সুরক্ষা পর্ষদ গড়ে তোলার কথা বলা হয়েছে। ওই পর্ষদের কাজ হবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হলে তার বিচার করা। যদিও এই পর্ষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের স্পষ্ট অভিযোগ, পর্ষদের সদস্যদের দু’বছরের জন্য নিয়োগ করা হবে। মেয়াদ শেষে তাঁদের পুনর্নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই থাকবে। ফলে পর্ষদের নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

যদিও বিলটি নিয়ে বিরোধীদের উদবেগের জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রের হাতে বিভিন্ন বিষয় ছেড়ে দেওয়া দরকার। তিনি বলেন, ‘যদি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়, সরকারের কি তাদের ডেটা প্রক্রিয়াকরণের জন্য সম্মতি নেওয়ার সময় থাকবে বা তাদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে? যদি পুলিশ অপরাধীকে ধরার জন্য তদন্ত চালায়, তাহলে কি তাদের সম্মতি নেওয়া উচিত?” তিনি আরও জানান, ‘ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর)-এর ক্ষেত্রে ১৬টি ছাড় রয়েছে। ভারতে সেই তুলনায় অনেক কম মাত্র চারটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।’ তবে কেন্দ্রের যুক্তিতে মোটেই সন্তুষ্ট নয় বিরোধীরা। কারণ, এই বিল আইনে পরিণত হলে গোপনীয়তার অধিকারকে শিকেয় তুলে কেন্দ্রীয় সরকার পেয়ে যাবে অবাধ নজরদারির ছাড়পত্র।

spot_img

Related articles

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...