Wednesday, August 27, 2025

পাওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেসের পরিবারতন্ত্র, ‘হাত’কে তোপ মোদির

Date:

Share post:

কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতির জেরেই প্রধানমন্ত্রী(Prime Minister) হওয়ার সুযোগ পাননি শরদ পাওয়ার(Sharad Pawar)। ফের একবার পরিবারতন্ত্র ইস্যুতে কংগ্রেসকে(Congress) নিশানায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু তাই নয় মারাঠা রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে মোদি নিশানায় নেন উদ্ধব ঠাকরের শিব সেনা(Shiv Sena) শিবিরকেও।

গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে এনডিএ নেতাদের সঙ্গে মোদির বৈঠক। ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দফায় সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনের আগে জোটের সমস্ত সাংসদদের উদ্দীপ্ত করতেই এই পরিকল্পনা। মঙ্গলবার মহারাষ্ট্রের এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। আর সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবারতন্ত্র ইস্যুতে কংগ্রেসকে তোপ দেগে মোদি বলেন, “কংগ্রেসের পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি।” এর পাশাপাশি তিনি আরও বলেন, কংগ্রেস ও পাওয়ার মিলে বহু প্রতিভাবান মানুষকে উঠে আসতে দেননি স্বজনপোষণ করতে গিয়ে। এছাড়াও উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর প্রসঙ্গে বলেন, “বিতর্ক কোনও কারণ ছাড়াই জন্ম নেয় না। আমরা কিন্তু সহ্য করেছি। কখনও কখনও অনেক কিছু আমরা নিশ্চিত বলে ধরে নিই। একদিকে ক্ষমতায় থাকব, অন্যদিকে আবার সমালোচনাও (জোটসঙ্গীর) করব… এই দুটো একসঙ্গে কী করে চলতে পারে?”

সম্প্রতি এক মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছিল মোদি ও পওয়ারকে। ‘ইন্ডিয়া’ জোট মণিপুর ইস্যু ও অন্যান্য বিষয়ে প্রতিবাদে মুখর হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। সংসদে এনেছে অনাস্থা প্রস্তাব। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে করমর্দন করে এক মঞ্চে পওয়ারের উপস্থিতি ঘিরে অসন্তোষ জমা হয়েছে বিরোধীদের অন্দরে। সেই অসন্তোষকেই যেন আরও খানিক উসকে দিলেন মোদি।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...