Saturday, January 17, 2026

নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে প্রধান বিচারপতিকে রাখবেন না মোদি, বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

ভারতের নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্যানেল কারা থাকবেন, তার সমস্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র অর্থ প্রধানমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই মর্মে একটি বিল আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল, ২০২৩’ নামে এই বিলে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সরকারের মনোনীত কোনও মন্ত্রীকে নিয়ে গঠিত প্যানেল। আর প্রধানমন্ত্রী হবেন প্যানেলের চেয়ারম্যান। অর্থাৎ, সবকিছুই আগের মতো।

কিন্তু প্রশ্ন, কেন্দ্র কেন এই ব্যাপারে নতুন আইন করার সিদ্ধান্ত নিচ্ছে? ওয়াকিবহাল মহল মনে করছে, গত মার্চে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছিল, নির্বাচন কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের একচ্ছত্র অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশনাররা হলেন ভোটের রেফারি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনার নিয়োগ করবে।

আদালতের রায় অনুযায়ী প্যানেল তৈরি হলে সরকারের মতামত চাপিয়ে দেওয়ার কোনও সুযোগ ছিল না। তাই আইন করে প্রধান বিচারপতিকে প্যানেল থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় একজন মন্ত্রীকে সদস্য করা হচ্ছে। ফলে আগের মতোই সরকার তথা প্রধানমন্ত্রীই নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা বলবেন। পার্থক্য শুধু লোকসভার বিরোধী দলনেতার মতামত দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু চলতি লোকসভায় আবার বিরোধী দলনেতা নেই। আর এই ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, মোদি সরকার বিচার বিভাগকে উপেক্ষা করার নতুন নজির গড়ল। ফলে মোদি নিজের পছন্দের লোককেই কমিশনে বসানোর সিদ্ধান্ত যে নিয়ে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...