Sunday, November 9, 2025

নজরে লোকসভা! SUCI-র দেখানো পথেই পা বাড়াল ফরওয়ার্ড ব্লক

Date:

Share post:

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই এবার ঘুঁটি সাজাতে শুরু করল বামেরা। দিন কয়েক আগেই দেশজুড়ে কর্মী-সমর্থকদের ডেকে এনে কিছুদিন আগেই ব্রিগেডে সমাবেশ করেছে এসইউসিআই (SUCI)। আর সেই সমাবেশ দেখেই এবার জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। ব্রিগেডের সমাবেশ থেকে বামদের কড়া আক্রমণ করেছে এসইউসিআই-র শীর্ষ নেতৃত্ব। তারপরই নানা অছিলায় পাল্টা আক্রমণ এসইউসিআইকে আক্রমণ করা হয়েছে। এর মধ্যেই উৎসাহী বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক (Forward Block)।

গত ৫ অগাস্ট ব্রিগেডে সমাবেশ ছিল এসইউসিআইয়ের। আর তা দেখেই ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি পরদিনই রাজ্য কমিটির বৈঠক বসে। এরপরই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘ঘরে ঘরে নেতাজি’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকেই কর্মসূচি শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে দলমত নির্বিশেষে ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়া হবে। পাশাপাশি পরিবার পিছু ১০ টাকা করে চাঁদা চাওয়া হবে। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। তবে এই কর্মসূচির সঙ্গে এসইউসিআই-র সমাবেশের কোনও সম্পর্ক নেই।

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপা‌ধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৫ লক্ষ পরিবারের কাছে পৌঁছব আমরা। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। আর এমন এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে, তারা এসইউসিআইকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে কিনা। তবে বিষয়টি নস্যাৎ করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

ফরওয়ার্ড ব্লকের একটি মহলের বক্তব্য , এই কর্মসূচির ক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথাও মাথায় রাখা হয়েছে। কোচবিহার, পুরুলিয়া আর বারাসত এই ৩ লোকসভা কেন্দ্র সিপিএম বরাবরই ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেয়। সে কথা মাথায় রেখেই প্রচারের একটা পর্ব শুরু করে দেওয়া হচ্ছে।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...