Monday, August 25, 2025

মণিপুর জ্বলছে, সংসদে নির্লজ্জের মত ‘মস্করা’ করছেন মোদি: রাহুল

Date:

Share post:

সংসদে ২ ঘণ্টার ভাষণে মাত্র ২ মিনিট ব্যয় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ সেই ২ মিনিটেও সংসদে দাঁড়িয়ে ‘হাসি’, ‘মস্করা’ করে গিয়েছেন তিনি। এই ইস্যুতেই শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে সরব হলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। জানালেন, ৩ মাস ধরে জ্বলছে মণিপুর, সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, শিশুদের খুন করা হচ্ছে। অথচ আপনারা দেখে থাকবেন সংসদে একথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাসছেন, মস্করা করছেন। এটা প্রধানমন্ত্রীকে(Prime Minister) শোভা পায় না। যেখানে দেশে এই ধরণের ঘটনা ঘটছে সেখানে ২ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর এসব করা উচিত হয়নি। বিষয় কংগ্রেস ছিল না, ছিল মণিপুর(Manipur)।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাহুল গান্ধী বলেন, “মোদিজি মণিপুরে ভারতকে হত্যা করেছেন।” তাঁর কথায়, “আমি ১৯ বছর ধরে রাজনীতি করছি। বন্যা, সুনামি, হিংসার মতো ঘটনা ঘটলে প্রায় সব রাজ্যেই আমি গিয়েছি। আমি আমার ১৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় মণিপুরে যা দেখেছি, আগে কখনো দেখিনি। আমি সংসদে বলেছিলাম অমিত শাহ জি এবং নরেন্দ্র মোদি জি ভারতকে মণিপুরে হত্যা করেছেন।” ব্যখ্যা দিয়ে তিনি জানান, “মণিপুর পৌঁছে যখন মেইতেই এলাকায় গিয়েছিলাম, তখন আমাদের পরিষ্কারভাবে বলা হয়েছিল, আপনার নিরাপত্তারক্ষীদের মধ্যে যদি কোনও কুকি থাকে তবে তাকে আনবেন না, আমরা মেরে ফেলব। এবং যখন কুকি এলাকায় যাই, আমাদের বলা হয় মেইতিকে না আনতে, আমরা তাকে গুলি করব। আমরা যেখানেই গেছি, আমার নিরাপত্তা বিভাগ থেকে মেইতি ও কুকিদের সরিয়ে দিয়েছি। অর্থাৎ ওখানে রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে।”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে রাহুল বলেন, “এমন পরিস্থিতি চলতে থাকা একটা রাজ্যের বিষয়ে বলতে গিয়ে মোদি হাসছেন! প্রধানমন্ত্রীর উচিত ছিল মণিপুর যাওয়া। সেখানে দুই সম্প্রদায়ের সাথে কথা বলতে পারতেন উনি এবং জানাতে পারতেন আমি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের কাছে এসেছি, আসুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। কিন্তু আমি কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না।” একইসঙ্গে জানান, “আসলে উনি মণিপুরে যাবেন না।” এরপরই বলেন, “সেনাকে অনুমতি দিলে মাত্র ২ দিনের মধ্যে মণিপুর শান্ত হয়ে যাবে। কিন্তু মণিপুরে জ্বলতে থাকা আগুন নেভাতে চান না প্রধানমন্ত্রী। উনি চান মণিপুর জ্বলতে থাকুক।”

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...