Thursday, August 28, 2025

যাদবপুরের নিয়ে আচার্য-রাজ্যপালকেই দায়ী করল এডুকেশনিস্ট ফোরাম

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার রাজ্যপালকেই দায়ী করেছে শিক্ষাবিদদের সংগঠন এডুকেশনিস্ট ফোরাম (Educationist Forum)। শুক্রবার, ফোরামের তরফে কলকাতা প্রেস ক্লাবে (Press Club) আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরেরই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র (Omprakas Mishra)। তিনি বলেন, আমি সরাসরি যাদবপুরের সঙ্গে যুক্ত। আমরা অধ্যাপনা করি। সেখানে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। বিএ প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে কেন্দ্র করে আজকে আমরা শিক্ষা জগতের সকলেই গভীরভাবে দুঃখিত। এরপরই ক্ষুব্ধ ওমপ্রকাশ দাবি করেন, আচার্যের পরামর্শদাতা কারা, তাঁদের সামনে আনা হোক। ফোরামের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu) কাছেও এ বিষয়ে আবেদন জানানো হয়েছে।

ওমপ্রকাশের কথায়, যাদবপুরে উপাচার্য নেই। অন্তর্বর্তীকালীন উপাচার্যও নেই। যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর থেকে আবার কেড়ে নেওয়া হয়েছে। তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হল। বিশ্ববিদ্যালয়ে ডিন সিলেকশন হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং, আর্টসে ডিন নিয়োগ হচ্ছে না। যাদবপুরে চূড়ান্ত অব্যবস্থা চলছে বলেও অভিযোগ করেন ফোরামের সদস্যরা।

বিধানসভা কোনও বিল পাশ করলে তা সইয়ের জন্য রাজ্যপালের কাছে যায়। তাতে রাজ্যপাল চাইলে সই করতেও পারেন, নাও পারেন। এটা তাঁর ক্ষমতা। তবে অনেক সময়ই রাজ্যপাল এর কোনওটাই না করে বিশেষ ক্ষমতা ব্যবহার বিলটাকেই হিমঘরে পাঠিয়ে দেন। অভিযোগ ফোরামের। এসব চলতে পারে না। এই নিয়ে রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- ধূপগুড়িতেও সাগরদিঘি মডেল! উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, সমর্থন কংগ্রেসের 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...