Monday, August 25, 2025

কৃষি পরিকাঠামো উন্নয়নে বাংলাকে ‘নকল’ করার নির্দেশ কেন্দ্রের!

Date:

Share post:

কথায় আছে, বাংলা আজ যা ভাবে ভারত আগামিকাল তা ভাবে। ফের সেটাই প্রমাণিত। একদিকে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার বরাদ্দ কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র আর অন্যদিকে বাংলাকে (West Bengal)মডেল করে চলার নির্দেশ দিচ্ছে দেশের অন্য রাজ্যগুলোকে। সূত্রের খবর, বিজেপি (BJP)শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিকে ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Government of India)। শুধু তাই নয় কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে তৈরি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY)-এর বৈঠকে পশ্চিমবঙ্গের প্রশংসা করে এমনই পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার নয়াদিল্লির কৃষিভবনে সব রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে RKVY-এর বৈঠক হয়। কেন্দ্রের এই নীতির কথা প্রকাশ্যে আসার পর রাজ্যের কৃষিমন্ত্রী বলেন, উন্নয়নের নিরিখে বাংলা আজ দেশের সব রাজ্যগুলির কাছে মডেল। কৃষিতে বাংলার সাফল্য এবার কেন্দ্রীয় সরকারও স্বীকার করে নিল। দিনের পর দিন বাংলাকে বঞ্চিত করে রেখেছে বিজেপি সরকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষি ক্ষেত্রে একের পর এক প্রকল্প চালু করে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষিমন্ত্রী জানান, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজের প্রচেষ্টায় কৃষকবন্ধু, বাংলা শস্যবিমার মতো প্রকল্প চালু করেছে। তারপর বাংলাকে মডেল করে অনেক রাজ্যই এই সব প্রকল্প চালু করেছে। এটাই বাংলার সাফল্য। বুধবার দিল্লির কৃষি ভবনের বৈঠকে প্রতিটি রাজ্য নিজেদের কাজকর্ম বিস্তারিত ভাবে তুলে ধরে। পশ্চিমবঙ্গের উপস্থাপনা দেখে কৃষিমন্ত্রকের সচিব-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, বাংলা এই খাতে বরাদ্দ টাকা খরচ করে যথাযথ ভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট-সহ সমস্ত নথিও জমা দিয়েছে। ফলে রাজ্য ২০২২-২৩ আর্থিক বছরের আরও এক কিস্তি টাকা পাচ্ছে। একই সঙ্গে ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম কিস্তির টাকাও পাচ্ছে। কিন্তু বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি গত বছরের বরাদ্দ টাকাই খরচ করতে না পারায় এই দুই কিস্তির টাকা পাচ্ছে না।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...