Thursday, May 8, 2025

এজেন্সি তৎপরতা, তামিলনাড়ুতে মন্ত্রীর পর তাঁর ভাইকে গ্ৰেফতার ইডির

Date:

Share post:

২৪-এর মহারণের আগে বিরোধী জোটকে ধাক্কা দিতে কোনও কসুর করছে না মোদি সরকার(Modi Govt)। যার জেরেই অবিজেপি রাজ্যগুলিতে এজেন্সি তৎপরতা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। সেইমত বাংলার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা বেড়ে উঠলো দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে(Tamilnadu)। মন্ত্রী ভি সেনথিল বালাজির পর এবার তাঁর ভাইকে গ্রেফতার করলো ইডি(ED)। পাশাপাশি পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও চলছে ইডির তৎপরতা।

আর্থিক তছরুপ মামলায় সম্প্রতি তামিলনাড়ুর মন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এরই মাঝে এবার তাঁর ভাই অশোককে কেরালার কোচি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিকবার সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ার কারণেই রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে সেনথিলের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে ইডি। গত বৃহস্পতিবারই অশোকের স্ত্রী নির্মলার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শনিবার সেনথিলের বিরুদ্ধে তিন হাজার পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে অবশ্য অশোকের নাম নেই বলেই জানা গিয়েছে।

যদিও তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির এহেন পদক্ষেপকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে বিরোধীরা। বিরোধীদের স্পষ্ট অভিযোগ দক্ষিণের রাজ্যে দাঁত বসাতে না পারায় কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে তামিলনাড়ুতে। তারই ফলস্বরূপ রাজ্যের মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তার গোটা পরিবারের বিরুদ্ধে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই তৎপরতার পেছনে রয়েছে বিজেপির মদত।

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...