এই মুহূর্তে ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের পর বিরাট কোহলি দেশে ফিরে এসেছেন। এশিয়া কাপের আগে জাতীয় দলের হয়ে খেলা নেই কোহলির। আর এরই ফাঁকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নতুন বাড়ি তৈরির কাজে হাত দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি সেই ছবি ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েক বছর আগে মহারাষ্ট্রের আলিবাগে আট একর জমি কিনেছিলেন বিরাট কোহলি। মুম্বইতে একটি বাড়ি আছে বিরাটের। তবে বছর খানেক আগে আলিবাগে জমিটি কিনেছিলেন বিরুষ্কা জুটি। এতদিন পড়েই ছিল সেই জমিটি। এবার সেই জমিতে শুরু হল বিরাটের বাড়ি নির্মাণের কাজ। জানা যাচ্ছে, প্রথম দিন স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোহলি যান। তাঁদের সেই ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, আলিবাগে পাশাপাশি আলাদা আলাদা ভাবে দুটি জমি কিনেছিলেন কোহলি এবং অনুষ্কা। সূত্রের খবর, সেই জমিতেই বাড়ি তৈরির কাজ শুরু করলেন তাঁরা।

Virat Kohli and Anushka Sharma in Alibaug to begin construction of their new house on 8 acres of land. pic.twitter.com/5CVNtz5vcv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2023
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে ছিলেন বিরাট। এই মূহুর্তে বিশ্রামে রয়েছেন তিনি। সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:কলকাতা লিগে পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
