Monday, November 3, 2025

স্বাধীনতা দিবস উদযাপনে সেজে উঠছে কলকাতা, কড়া নিরাপত্তা শহরজুড়ে

Date:

Share post:

৭৭ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতা। নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বাধীনতার আনন্দে মেতে উঠতে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথা মাফিক সকালে গান্ধী ঘাটে বিশেষ প্রার্থনাসভায় অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মালা দিয়েও শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল। রাজ্য সরকারের আয়োজনে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।

বর্ণময় অনুষ্ঠান রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর প্রশাসন ও পুলিশের বাছাই করা দক্ষ আধিকারিকদের পদক দিয়ে পুরস্কৃত করবেন তিনি। রাজ্যের অনুষ্ঠানে এবারই প্রথম পুলিশের পাশপাশি দক্ষ আইএএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইপিএসদের চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এবং কম্যান্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত করা হবে।

রেডরোডে প্রতি বছরের মত এবারেও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কোচবিহার জেলা থেকে রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দিচ্ছেন স্বাধীনতা দিবস অনুষ্ঠানে। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেবেন।

তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ‘‌বাংলার গর্ব দুর্গা মা’‌ ট্যাবলোতে প্রদর্শিত হবে দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও মার্চপাস্ট এ যোগ দেবেন। এছাড়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপর ট্যাবলো। কলকাতা ও রাজ্য পুলিশে মহিলা বাহিনীসহ সব বাহিনী দেখাবে নানা ধরণের কসরৎ।লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সাফল্য়ের পাশাপাশি পিছিয়ে পড়া ও আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা এবার ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে।

কঠোর নিরাপত্তা শহর জুড়ে স্বাধীানতা দিবস উপলক্ষ্যে রেড রোড সহ গোটা কলকাতার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। জাতীয় পতাকার রং এর সেজে উঠেছে গোটা রেড রোড। গোটা রাস্তার সুরক্ষা নিশ্চিত করতে খোলা হয়েছে কন্ট্রোলরুম । সেখান থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। স্বাধীনতা দিবসের দিনে রেড রোডে মোতায়ন থাকবে ২০০০ পুলিশ কর্মী। সোমবার সন্ধ্যে থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে । রয়েছে ১০০ টি নাকা চেকিং পয়েন্ট। শহর জুড়ে গেস্ট হাউসে তল্লাশি করছে কলকাতা পুলিশ । রেড রোড ১৩ টি জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে ৮৬ টি সেক্টর থাকছে। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন ১৭ জন। তা ছাড়াও ট্রাফিকের জন্য আরও ২ জন থাকছেন।৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ৯০ জন ইনস্পেকটর কে সেখানে মোতায়েন করা হয়েছে।

যান নিয়ন্ত্রণ বেশ কিছু রাস্তায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহর কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেডরোড। এছাড়ও সেদিন সকাল ৮টা থেকে গুরু নানক সরণী বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধু মাত্রছাড় দেওয়া হবে প্যারাডের জন্য আশা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে। এখানেই শেষ হয়, আরও বেশকিছু রাস্তা যেমন, হেস্টিং ক্রসিং থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প ও পশ্চিম গভর্নমেন্ট প্লেসে (শুধুমাত্র দক্ষিণমুখী গাড়ি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা প্যারাড শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে গাড়ি চলাচল।

আরও পড়ুন- শুটিং সেটে মাথায় চো.ট! তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন সঞ্জয় দত্ত

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...