Wednesday, August 20, 2025

মহিলা ক্ষমতায়ন থেকে চন্দ্রযান প্রসঙ্গ, স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির

Date:

Share post:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন রাষ্ট্রপতি। দেশবাসীর উদ্দেশ্য়ে ভাষণে নারীশক্তির হয়ে সওয়াল করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে দেশের ভূমিকা ও চন্দ্রযানের সাফল্যতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। পাশাপাশি চন্দ্রযান ৩ এর সাফল্য কামনা করেছেন তিনি।

এদিনের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, ” যেভাবে দেশে মহিলাদের আর্থিক ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে আমি দারুণ খুশি। আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ জানাবো তারা যেন মহিলাদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেন”। মহিলারা যেমন দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে, তেমনই আর্থিকভাবে তারা অনেকটাই স্বনির্ভর হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি। তাঁর কথায়, “ভারত মাতার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়া। জাতির জনক মহাত্মা গান্ধীর যোগ্য সহধর্মিণী ছিলেন কস্তুরবা গান্ধী। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা বড় উদ্দেশ্য ছিল দেশের মহিলাদের উন্নয়ন ঘটানো।”

এদিনের বক্তৃতায় আগামী কয়েক বছরের মধ্যেই ভারত উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। এদিন তিনি বলেন, “২০২০-তে জাতীয় শিক্ষা নীতি চালু হওয়ার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে অনেক বদল এসেছে। এর জেরে আগামী দিনে আরও বাড়বে নারী শিক্ষার হার।”

এদিন তিনি আরও বলেন, আজ মহাকাশ গবেষণাকেন্দ্র নতুন গবেষণার দিকে এগোচ্ছে। চাঁদের মাটিতে নামবে ভারতের চন্দ্রযান। তার জন্য অপেক্ষা করে আছি আমরা। এটা হল একটা সিঁড়ি। গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাব আমরা।” কেবল দেশে মহিলাদের অগ্রগতি নয়, বিশ্বের দরবারেও ভারত সঠিক স্থানে উন্নীত হয়েছে বলে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৭ তম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, “গোটা বিশ্বে উন্নয়ন এবং মানবিকতার প্রচারে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক ফোরামের নেতৃত্বও গ্রহণ করেছে ভারত।” এপ্রসঙ্গে জি-২০-র সভাপতিত্বের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।

 

spot_img

Related articles

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...