Tuesday, August 26, 2025

স্বাধীনতা দিবসে তিলোত্তমায় নিয়ন্ত্রিত যান চলাচল, বন্ধ একাধিক রাস্তা, জেনে নিন কোন কোন রাস্তা এড়াবেন

Date:

Share post:

৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে তিলোত্তমা। রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও চূড়ান্ত। নিরাপত্তার জন্য বিশেষভাবে হোটেল থেকে শুরু করে স্কুল ,কলেজ এবং গেস্ট হাউসগুলিতে চলছে নজরদারি। রেড রোডের অনুষ্ঠান উপলক্ষ্যে আজ, মঙ্গলবার শহরজুড়ে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃBreakfast news : ব্রেকফাস্ট নিউজ

কলকাতা পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসে রেড রোড মোতায়েন রয়েছেন প্রায় প্রায় ১০০টি পয়েন্টে নাকা চেকিং চলবে। শুধু রেড রোডেই ১৩টি জ়োন রয়েছে। সেই সঙ্গে রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। যেমন খিদিরপুর রোডের উত্তর অংশ অর্থাৎ, ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। লাভার্স লেনের দিকে যাওয়া গাড়ি শুধুমাত্র পশ্চিম দিকে যেতে পারবে। মেয়ো রোড সকাল থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনুমতিপ্রাপ্ত বিশেষ স্টিকার লাগানো গাড়ি এ ক্ষেত্রে ব্যতিক্রম। এ ছাড়া হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, আরআর অ্যাভিনিউ (ওয়াই রোড ট্রাম লাইন এবং গর্ভমেন্ট প্লেস পশ্চিমের মাঝে) যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। কেপি রোড, লাভারস লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো, ডাফরিন রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে বন্ধ থাকবে। ওই সময় স্যান্ড রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে যাতায়াত করতে হবে। ১৪ ডিসেম্বর রাত ১০টা থেকেই ধর্মতলা ডাউন র‌্যাম্প বন্ধ থাকবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে রেড রোড ১৩টি জোনে ভাগ করা হচ্ছে। তার মধ্যে ৮৬ টি সেক্টর থাকছে। সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৭ জন অফিসার দায়িত্বে থাকবেন। ট্র্যাফিকের দায়িত্বে থাকবেন দু’জন অফিসার। এছাড়া ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইন্সপেক্টর থাকছেন রেড রোড এবং পার্শ্বস্থ চত্বরে। ‘স্যান্ড ব্যাগ’ মোর্চা চারটি, ১১টি ‘স্যান্ড ব্যাগ’ বাঙ্কার, ৬টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে।

spot_img

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...