Wednesday, November 12, 2025

যাদবপুর-কাণ্ডে ১৪ দিনে রিপোর্ট দেবে শিক্ষা দফতরের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

Date:

Share post:

এবার যাদবপুর কাণ্ডে রাজ্য়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর তদন্ত করবে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা দফতর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবে উচ্চ শিক্ষা দফতরে। সেখানে আরও জানানো হয়েছে, উচ্চ শিক্ষা দফতরের গোচরে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশাসনিক খামতি ও পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি আছে। সেই কারণেই এই তদন্ত কমিটি দিয়ে তদন্ত করে দেখতে চায় শিক্ষা দফতর।

ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট। ঘটনার তদন্তে এবার ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। আগামী ২ সপ্তাহের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাঁদের তদন্ত রিপোর্ট পেশ করবে। এরই মধ্যে মৃতের বাবা সবমহলের কাছে আবেদন জানিয়ে বলেছেন, তাঁর ছেলের মৃত্যু নিয়ে যেন রাজনীতি না করা হয়। তদন্তে নেমে এখনও পর্যন্ত বর্তমান ও প্রাক্তন মিলিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জন সন্দেহভাজনের খোঁজ চলছে। ২৪ ঘণ্টা আগে সেই অভিশপ্ত রাতের ঘটনা উঠে এসেছিল হস্টেলের এক নিরাপত্তারক্ষীর বয়ানে। এদিন সেই নিরাপত্তারক্ষীকেও তলব করছে পুলিশ। এদিনও তৃণমূল ছাত্রপরিষদের ধরনা কর্মসূচি জারি আছে। বুধবার না পারলেও বৃহস্পতিবার তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন। এদিন তাঁদের বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। তা নিয়ে ক্যাম্পাসে ফের তুমুল উত্তেজনা দেখা দেয়।
এই আবহে এদিন ক্যাম্পাসে ঢোকা নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। নির্দেশিকায় জানান হয়েছে, এবার রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে গেলে পরিচয়পত্র বাধ্যতামূলক। ক্যাম্পাসে মাদক নেওয়ার সময় ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে। বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে সিসিটিভি বসানো হবে। তবে হস্টেলে সিসিটিভি বসানো হচ্ছে কিনা তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে হস্টেলে কী কী ঘটনা ঘটে তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন হস্টেল সুপার। তিনি বলেন, মেন হস্টেলে বসত নেশার আসর। হস্টেলের ঘরে-ছাদে র্যাাগিং চলত, প্রাক্তনীদের দাদাগিরি চলত হস্টেলজুড়ে। হস্টেলে নজরদারি করতে গেলে বাধা দেওয়া হত। সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...