বৃহস্পতিবার যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) যুবমোর্চার সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) সেখানে উপস্থিত হয়ে বাম এবং অতি বামেদের যাদবপুর থেকে উপড়ে ফেলার হুমকি দেন। সেই ঘটনায় তাঁকে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। এমনকী প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ,যাদবপুরে কারা দু চারজন শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়েছে তার সঙ্গে শুভেন্দুর নিরাপত্তার কোনও সম্পর্কই নেই।বরং কুণাল শুক্রবার প্রশ্ন তোলেন, যে ভাষায় শুভেন্দু কথা বলেছেন মিডিয়া সেটা প্রচার করতে পারল?
তিনি বলেন, কোনও পুলিশ অফিসারকে এই ভাষায় আক্রমণ করা যায়? শুভেন্দু পরে বুঝেছেন যে তিনি কত বড় ভুল করেছেন।তাই নজর ঘোরাতে এখন এফআইআর-এর নাটক করছেন। শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা তাণ্ডব করেছেন। অন্য রাজনৈতিক ভাবনার ছেলেদের বেধড়ক মেরেছে শুভেন্দুর ছেলেরা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হচ্ছে এমন কোনও পরিস্থিতি গতকাল তৈরি হয়নি বলে সাফ জানালেন কুণাল। বরং শুভেন্দুর রক্ষীরা প্ররোচনা দিয়েছে, উস্কানি দিয়েছে, মেরেছে বলে অভিযোগ কুণালের।
