Sunday, January 11, 2026

RSS-এর সাপ্তাহিক মুখপত্রের প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের

Date:

Share post:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর সাপ্তাহিক মুখপত্র ‘অর্গানাইজার’-এ (Organiser) প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ দিল দিল্লি আদালত (Delhi High Court)। জানা যাচ্ছে ‘ভারতীয় ক্যাথলিক চার্চ যৌন কেলেঙ্কারি: পুরোহিত শোষণ নান এবং হিন্দু মহিলাদের প্রকাশ’ শীর্ষক নিবন্ধটি ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নামে আরেকটি সংবাদ পোর্টালে ২০২৩ সালের জুনে প্রকাশিত হয়েছিল। এতে দিল্লি-ভিত্তিক খ্রিস্টান সংখ্যালঘু স্কুলের অধ্যক্ষ নান এবং হিন্দু মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলে আরএসএস -এর (RSS)তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি সেই লেখায় উল্লেখ করা হয় যে ছাত্র, কর্মচারী এবং শেফরা নানাভাবে যৌন কার্যকলাপে জড়িত। এরপরেই স্কুলের অধ্যক্ষ আদালতের দ্বারস্থ হন এবং প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে মানহানির মামলা করেন। সেই মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং দুই প্রকাশনা সংস্থাকেই তাঁদের প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদন সরাতে বলেন।

স্কুলের অধ্যক্ষের তরফে বলা হয়েছিল যে, তিনি বিভিন্ন স্কুলে সিনিয়র পদে রয়েছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে কখনই আর্থিক অনিয়ম বা কোনও যৌন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। তিনি আদালতে জানান যে নিবন্ধটি শুধুমাত্র তাঁর এবং ধর্মপ্রচারকদের খ্যাতিকে ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর পদোন্নতি রোধ করার জন্য পরিকল্পিতভাবে প্রকাশিত হয়েছিল। দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। আদালত বলেছে যে, প্রাথমিকভাবে, ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নিবন্ধগুলি “কোনও সত্যতা যাচাই ছাড়াই বেপরোয়াভাবে লেখা প্রকাশ করেছে এবং সংবাদ প্রতিবেদনটি দেশের একজন সম্মানিত নাগরিক তথা স্কুলের অধ্যক্ষের ভাবমূর্তি এবং সুনামকে কলঙ্কিত করছে।

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...