Thursday, August 21, 2025

তাড়াহুড়োই কাল! চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়ল রাশিয়া লুনা ২৫

Date:

Share post:

স্বপ্ন ভঙ্গ রাশিয়ার (Russia), অবতরণের আগেই চন্দ্রপৃষ্ঠে টুকরো টুকরো হয়ে গেল লুনা ২৫ (Luna 25)। চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) পরে যাত্রা শুরু করলেও ভারতের স্বপ্নের যানের থেকে আগে চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সত্যি হল না। শনিবার বিকেল থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (ROSCOSMOS) জানিয়েছিল জরুরিকালীন সংকট তৈরি হয়েছে। আজ সকাল থেকে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। দুপুরে জানা গেল ইতিহাস তৈরি করার আগেই রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ (Luna 25) ভেঙে পড়েছে। বিশ্বের আশা ভরসার প্রতীক হয়ে এই মুহূর্তে মহাকাশের বুকে ভারতের চন্দ্রযান ৩ (Chandtayaan 3)।

গত ১১ অগাষ্ট চাঁদের বাড়ি যাওয়ার জন্য রাশিয়া থেকে পাড়ি দেয় লুনা ২৫। অত্যন্ত শক্তিশালী রকেটের সাহায্যে এই মহাকাশযানের লঞ্চ করা হয়েছিল। পুতিনের দেশের দাবি ছিল ২১ অগাস্ট মানে আগামীকাল চাঁদের বুকে অবতরণ করবে এই যান। ভারতের চন্দ্রযান তার দুদিন পরে অর্থাৎ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। যেহেতু এখনও পর্যন্ত এই গোলার্ধ অনাবিষ্কৃত তাই সে ক্ষেত্রে ইতিহাস তৈরি করার সুযোগ ছিল রাশিয়ার কাছে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অত্যন্ত বেশি গতিবেগ শেষপর্যন্ত ধ্বংস করে দিল লুনা ২৫ কে। রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ২ টো ৫৭ মিনিট মিনিটে (ভারতীয় সময় বিকেল ৫ টা ২৭ মিনিট) লুনা ২৫-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ৪৭ বছরে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল। সেই মিশন ঘিরে অনেক আশা তৈরি হলেও শেষপর্যন্ত সাফল্য ধরা দিল না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেটা এখনো স্পষ্ট না হলেও ভুল কক্ষপথে চলে গিয়েই যত বিপত্তি এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...