Saturday, August 23, 2025

লক্ষ্য ২০২৪, ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

Date:

Share post:

লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এবার নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, বহু দিন পর ফের বড় দায়িত্বে দীপা দাসমুন্সি।রবিবার নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। এতদিন সোনিয়া গান্ধীর নির্বাচিত স্টিয়ারিং কমিটিকে নিয়েই কাজ চালাচ্ছিলেন মল্লিকার্জুন খাড়গে। আগের ওয়ার্কিং কমিটিতে খুব একটা বড় পরিবর্তন না ঘটালেও একাধিক নতুন নাম যুক্ত করা হয়েছে তালিকায়।সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট ৩০ জন রয়েছেন এই নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। রয়েছেন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি সহ অন্যরা।

এবার ওয়ার্কিং কমিটিতে ঠাঁই পেয়েছেন সচিন পাইলট। একাধিক বিতর্ক, গেহলট-পাইলট টানাপোড়েন সহ রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এবার সচিন পাইলটকে টপ ডিসিশন মেকিং বডিতে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, তাঁকে লোকসভা ভোটের আগে কোনও বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
গত বছর কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে মল্লিকার্জুন খাড়গের প্রতিপক্ষ ছিলেন শশী থারুর। কেরালার এই কংগ্রেস সাংসদকেও খাড়গে রেখেছেন নয়া ওয়ার্কিং কমিটিতে। নাম ঘোষণা হওয়ার পর টুইট করে দলকে ধন্যবাদ জানিয়েছেন শশী থারুর।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পর আবারও কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন দীপা দাসমুন্সি। তাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। এই পদে রাখা হয়েছে কংগ্রেসের মোট নয় নেতাকে।কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় মাত্র তিনজনের বয়স ৫০ বছরের নীচে। বাকিরা প্রত্যেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং দুঁদে রাজনীতিবিদও বটে।
এরই পাশাপাশি, উত্তর প্রদেশের পর্যবেক্ষক সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে এবার আর কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হবে না। তিনি যে লোকসভা ভোটে লড়ছেন,এই সিদ্ধান্তে তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে। জানা গিয়েছে,বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা।
বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থানে ভোট। কংগ্রেস সূত্রে খবর, কমিটি গড়ার সময় এই সব রাজ্যে ভোটের কথাও মাথায় রাখা হয়েছে।

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...