Saturday, November 15, 2025

এশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত

Date:

Share post:

আজ ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। দলে চোট কাটিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা। এশিয়া কাপের পরই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে দলে শ্রেয়স-রাহুল ফেরায় কিছুটি স্বস্তি ভারতীয় শিবিরে। তবে এতে কি দলের মিডল অর্ডারের সমস‍্যা মিটবে? কে করবেন চার নম্বরে ব‍্যাটিং? সাংবাদিক সম্মলনে প্রশ্ন যায় রোহিতের কাছে। আর এই প্রশ্ন শুনতেই কিছুটা বিরক্ত ভারত অধিনায়ক। বললেন, দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে।

এদিন দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”আমি চাই দলগত ক্রিকেট খেলে জিততে। হতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে কোনও ব্যাটারকে খেলতে হবে। সেটা তো ভালই। বিশ্বকাপের আগে প্রস্তুতি হয়ে যাবে তার। দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে। আমরা এমন ব্যাটার চাই যে পরিস্থিতি অনুযায়ী যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। কারণ, এটা ক্লাব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবাইকে যে কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি থাকতে হবে। আমরা চাই না, কোনও ব্যাটার একটা জায়গাতেই নিজেকে আটকে রাখুক। কারও কোনও নির্দিষ্ট জায়গা নেই।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” সকালে কাউকে দুম করে বলা হয় না যে ব্যাটিং অর্ডারে উপরে বা নীচে নামতে হবে। হঠাৎ করে বুমরাহকে বলব না ওপেন করতে বা শুভমন গিলকে বলব না সাত নম্বরে নামতে। আমরা অতটাও পাগল নই। আগে থেকেই ঠিক থাকে। গত কয়েক বছরে আমাদের ব্যাটিং অর্ডার দেখলে বোঝা যাবে ওপেনার বা তিন নম্বরে যারা খেলে, ধারাবাহিক ভাবে তারাই খেলছে। পাঁচ, ছয় বা সাত নম্বরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। খালি চার নম্বরে একটু সমস্যা হয়েছে। সেটা আমাদের ঠিক করতে হবে। তবে ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে কোনও জায়গায় নামার জন্য তৈরি থাকতে।”

সম্প্রতি দলের প্রধান সমস‍্যা মিডল অর্ডার নিয়ে মুখ খুলেছিলেন রোহিত। বলেছিলেন, যুবরাজ সিং -এর পর দলে চার নম্বরে ব‍্যাট করতে সেরকম ভাবে কেউ ভরসা দিতে পারেনি। যদিও চোট আঘাতের জন‍‍্যই আরও বেশি সমস‍্যা হচ্ছে।

আরও পড়ুন:ঘোষণা এশিয়া কাপের জন্য ভারতীয় দল, চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল

 

 

spot_img

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...