আচমকা অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। মঙ্গলবার, বিধানসভায় অসুস্থ বোধ করলে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। নিম্ন রক্তচাপের কারণেই আইনমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।

গত কয়েকদিন ধরেই অসুস্থ থাকা সত্ত্বেও মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন মলয় ঘটক। মন্ত্রিসভার একটি বৈঠক ছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরে। সেই বৈঠক চলাকালীনই অসুস্থ বোধ করেন আইনমন্ত্রী। বিধানসভায় নিজের ঘরে চলে যান। পরে আরও অসুস্থ বোধ করলে, চিকিৎসকদের খবর দেওয়া হয়। দেখা যায় তাঁর রক্তচাপ ১২২/৬০। তড়িঘড়ি মলয়কে বেলভিউ হাসপাতালে নিয়ে যান ফিরহাদ হাকিম। বেলভিউয়ের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। রক্তচাপজনিত সমস্যার জেরেই হঠাৎ করে মলয় ঘটক অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে অনুমান।
