Monday, August 25, 2025

বৃষ্টিতে বাতিল তৃতীয় ম্যাচ! আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জয় ভারতের, সিরিজ সেরা বুমরা

Date:

Share post:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ছিল। ভারত ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি থাবা বসায়নি। যশপ্রীত বুমরার দল অনায়াসে ম্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পুরে নেয়। বুধবার তৃতীয় ম্যাচে এক বলও খেলা হল না। বৃষ্টির কারণে টসই হল না এদিন। ম্যাচ পণ্ড হওয়ায় আইরিশদের বিরুদ্ধে ২-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত। এই নিয়ে টানা দশবার তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতল ভারত।

সিরিজ আগেই জিতে যাওয়ায় শেষ ম্যাচে জিতেশ শর্মাদের দেখে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি বুমরাদের পরিকল্পনায় জল ঢেলে দেয়। ভারতীয় সময় রাত ৯.১৫ মিনিটে খেলা শুরু করা গেলেও পুরো ওভারের ম্যাচ হত। এরপর ম্যাচ শুরু হলে ওভার কমত। নাগাড়ে বৃষ্টির মধ্যেও ডাবলিনের মাঠে গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। তাঁদের নিরাশ হয়ে ফিরতে হল।

তবে সংক্ষিপ্ত সিরিজে ভারতের প্রাপ্তি বুমরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতীয় স্পিডস্টার কতটা ম্যাচ ফিট তা দেখে নেওয়ার জন্যই তাঁকে আয়ারল্যান্ডে পাঠানো হয়েছিল। বুমরা ফিরছেন সিরিজ সেরা হয়ে। পল স্টারলিংদের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছেন বুমরা। এবার লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ।

সিরিজ সেরা হয়েও বুমরা হতাশ বৃষ্টিতে শেষ ম্যাচ ধুয়ে যাওয়ায়। তিনি বলেছেন, ম্যাচ খেলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা খুবই অস্বস্তির ব্যাপার। সকালে যেরকম আবহাওয়া দেখেছিলাম তাতে মনে হয়নি এমনটা হতে পারে। নিজের নেতৃত্ব নিয়ে বুমরা বলেন, অসাধারণ একটা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সকলেই খুশি হয়। আমিও হয়েছি। ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে আমি দায়িত্ব নিতে পছন্দ করি। এই দল নিয়ে আমার কোনও অভিযোগ নেই। এতদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে কোনও চাপ অনুভব করেননি বলে দাবি করছেন বুমরা। বলেন, কোনও চাপ ছিল না। নেতৃত্বের চাপও নয়। বরং আমি সম্মানিত।

আরও পড়ুন- বাংলার ছেলের অবদান চন্দ্রজয়ে! জয়ন্তকে নিয়ে আবেগে ভাসছে উত্তরপাড়া

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...