Friday, August 22, 2025

২৬ মামলার শুনানি! পঞ্চায়েত নির্বাচন মামলায় ফের বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলায় এর আগেও বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের একাধিক বিচারপতি।পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন কার্যত মামলার পাহাড় জমা হয়েছে কলকাতা হাইকোর্টে। এখনও সে সব মামলার শুনানি শেষ হয়নি। বুধবার একসঙ্গে ২৬টি জনস্বার্থ মামলা শোনেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এরপরই মামলার সংখ্যাধিক্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের ভর্ৎসনার সুরে বলেন, ‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?’আইনজীবীদের মামলার যথেষ্ট প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, “কয়েকজন সিনিয়র আইনজীবী বাদে কেউই সঠিক প্রস্তুতি নিয়ে আসছেন না। আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন।” প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও কোনও ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন বাতিল করুন অথবা নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন। এতেই বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ের মামলাগুলোই আদালত শুনবে। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মামলা চলুক, আদালত চায় না।

এদিন ২৬ টি মামলার একসঙ্গে শুনানি ছিল এদিন। সেখানে দেখা যায়, কোনও আইনজীবী বলছেন, অপর পক্ষ মামলার কপি দেয়নি, কেউ আবার বলছেন তাঁদের মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এছাড়া কিছু মামলায় এদিন রাজ্য সরকার, নির্বাচন কমিশন হলফনামা জমা দিয়েছেন। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, হলফনামা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে হবে।

 

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...