নিরাপত্তা চুলোয়, কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বাড়ি ভেঙে ঢুকল ট্যাক্সি!

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর(Kiren Rijiju) দিল্লি বাসভবনের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ট্যাক্সি(Taxi)। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে কড়া নিরাপত্তায় মোড়া কেন্দ্রীয় মন্ত্রীর(Central Minister) বাড়িতে কীভাবে ঢুকে পড়ল ট্যাক্সি? যদিও দুর্ঘটনার পর আটক করা হয়েছে ওই ট্যাক্সি চালককে। জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে।

দিল্লিতে ৯, কৃষ্ণা মেনন মার্গ এই ঠিকানায় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। সেখানেই এদিন মন্ত্রীর বাড়ির পাঁচিলে ধাক্কা মারে ট্যাক্সিটি। পুলিশের তরফে জানা গিয়েছে, ওই ট্যাক্সি চালকের নাম রহিম আলি, হরিয়ানার(Haryana) নুহের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, একটি বাসের সঙ্গে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর বাড়ির পাঁচিলে ধাক্কা মারেন তিনি। তাতেই পাঁচিলের একাংশ ভেঙে যায়। এরপরই আটক করা হয় ট্যাক্সি চালককে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও ধাক্কা মারার বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ট্যাক্সিচালকের দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই বিষয়ে নিশ্চিত হবে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আঁটসাঁট করার কথাও ভাবছে পুলিশ।

Previous articleরেলসেতু দু.র্ঘটনায় বাংলার নিহ*ত শ্রমিকের সংখ্যায় গড়মিল! মৃত্যু লুকোচ্ছে মিজো প্রশাসন
Next articleব্রিকসের সম্প্রসারণ, আমন্ত্রিত আরও ছয় দেশ