Saturday, January 10, 2026

প্ল্যাটফর্মেই এল না বন্দে ভারত এক্সপ্রেস!হাওড়া স্টেশনে বিক্ষো.ভ ,বিকল্প ট্রেনেই মালদহে রওনা রাজ্যপালের

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা। হাওড়া স্টেশনে তখন বন্দে ভারত এক্সপ্রেসের অপেক্ষায় ভিড় যাত্রীদের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেমি হাই স্পিড ট্রেনের দেখা পাওয়া গেল না। প্রায় এক ঘণ্টা বাদে বন্দে ভারতের বদলে স্টেশনে পৌঁছয় অন্য একটি ট্রেন। রেলের তরফে জানানো হয়, বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি মিলেছে, তাই তাই ট্রেন দেওয়া সম্ভব হয়নি। সেমি হাই স্পিড ট্রেনের বদলে কেন অন্য ট্রেনে উঠতে হবে, তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।এদিকে এই ট্রেনটিতেই মালদহ যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বিকল্প ট্রেনেই অন্য যাত্রীদের সঙ্গে মালদহের উদ্দেশে রওনা দেন তিনিও।

আরও পড়ুনঃ গ্রে.ফতার ডোনাল্ড ট্রাম্প! ভোটের ফলাফল কারচুপি মামলায় আত্মসমর্পণ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের
শুক্রবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে ছাড়েনি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস। ট্রেন না ছাড়ার প্রতিবাদে বন্দে ভারতের বেশ কয়েক জন যাত্রী স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বন্দে ভারতে তাঁরা টিকিট কেটেছেন ট্রেনের গতি এবং বাকি সুযোগ সুবিধার জন্য। নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেন চালু না হওয়ায় তাঁরা অসুবিধায় পড়েছেন।এইনিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা।
এদিকে মিজোরামে সেতু বিপর্যয়ে মালদহের ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সব শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপালের শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসে মালদহে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ট্রেন বাতিল হওয়ায় বিকল্প ট্রেনেই মালদহের উদ্দেশে রওনা দেন তিনিও।
শেষ মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসের এই গোলযোগ প্রসঙ্গে পূর্ব রেলের আধিকারিক হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তার কারণে ট্রেনটি ছাড়েনি। তিনি বলেন ‘‘যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে আগে। যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটিকে বন্দে ভারতের গতিতেই চালানো হবে। ওই ট্রেনেও খাবার এবং পানীয় জলের সুব্যবস্থা থাকবে।’’

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...