Sunday, May 4, 2025

যোগীর স্কুলে ‘বিভাজনের বিষ’: শিক্ষকের নির্দেশে মুসলিম ছাত্রকে মার গোটা ক্লাসের

Date:

Share post:

ধর্মের নামে বিভাজন যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) নতুন কিছু নয়, বিজেপির ইন্ধনে সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের দাপট ব্যাপকভাবে বেড়েছে এখানে। এবার সেই বিভাজনের বিষ আছড়ে পড়ল যোগী রাজ্যের স্কুলে(School)। ক্লাসের মধ্যেই শিক্ষকের(Teacher) নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের এক পড়ুয়াকে মারল গোটা ক্লাস। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল(TMC), কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি।

উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার একটি স্কুলের এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে একটি প্রাইভেট স্কুলের শিক্ষকা ক্লাসের অন্যান্য পড়ুয়াদের নির্দেশ দিচ্ছেন এক মুসলিম পড়ুয়াকে চড় মারার জন্য। শিক্ষকের কথামতো ছাত্ররা ওই পড়ুয়াকে থাপ্পড় মারছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসের অন্য পড়ুয়ারা এক সহপাঠী পড়ুয়াকে চড় মারছেন। পালা করেই দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে চড় মারছে সবাই। এখানেই ক্ষান্ত নন শিক্ষিকা, বাকি পড়ুয়াদেরও জিজ্ঞাসা করছেন কেন তারা চড় মারছে না। অভিযুক্ত শিক্ষিকার নাম নাম তৃপ্তি ত্যাগী। ভিডিও ঘিরে বিতর্ক চরম আকার নিতেই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানান, তিনি নিজে বিষয়টিকে খতিয়ে দেখছেন।

তবে স্কুলের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের এমন ভয়াবহ ছবি প্রকাশ্যে আসার পর সরব হয়েছে বিরোধীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, “মুজাফফরনগরের খব্বাপুরের নেহা পাবলিক স্কুল থেকে একটি দুঃখজনক ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন শিক্ষক ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এক পড়ুয়াকে সহপাঠীদের দিয়ে মারা হচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় বিভাজনের বিষ ঢোকানো হচ্ছে। বিজেপির এই বিভাজনের বিষাক্ত রাজনীতি ভারতকে জ্বালিয়ে দিচ্ছে।” পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ঘটনা প্রসঙ্গে এক্স-এ লেখেন, “নিষ্পাপ শিশুদের মনে বিভাজনের বিষ ঢোকানো, স্কুলের মতো প্রবিত্র জায়গায় একজন শিক্ষকের ঘৃণার বাজার খোলা দেশের জন্য এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এটা বিজের ছড়ানো সেই কেরোসিন যা দেশের কোনায় কোনায় আগুন জ্বালাচ্ছে। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের হিংসা নয় ভালোবাসার পাঠ দেওয়া উচিৎ।”

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...