Monday, August 25, 2025

SSKM হাসপাতালে বিরল অস্ত্রো.পচার, নজিরবিহীন অঙ্গ.দানের সাক্ষী মহানগর!

Date:

Share post:

একই দেহে একসঙ্গে দুটি অঙ্গ প্রতিস্থাপন সহজ কথা নয়। কিন্তু অসাধ্যসাধন করল কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (NOTO)-এর তথ্য বলছে, একই মানুষের শরীরে দু’টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে (Organ Transplant), এমন সংখ্যা এখনও পর্যন্ত ২১। সেই তালিকায় যুক্ত হল এসএসকেএম। উত্তর ২৪ পরগনার বাসিন্দা জগদীশ মণ্ডলের (Jagadish Mondal) পথ দুর্ঘটনার পর হাসপাতালে ডাক্তাররা তাঁর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে বলে ঘোষণা করেন। গত ২১ অগস্ট দুপুরে রাস্তা পারাপারের সময়ে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় ছিটকে পড়ে যান। আর জ্ঞান ফেরেনি। বুধবার রাতে চিকিৎসকেরা বোঝেন, জগদীশের ব্রেন ডেথ হচ্ছে। বৃহস্পতিবার তা ঘোষণা হয়। এর পরেই তাঁর পরিজনেরা মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন।

জগদীশের একটি কিডনি ও যকৃৎ পেয়ে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ৩৪ বছরের যুবক অমিত কুমার (Amit Kumar) যেন নবজীবন পেলেন।ছোট থেকেই তাঁর কিডনির সমস্যা রয়েছে। আগে থেকেই ডায়ালিসিস চলছিল।২০২১ সালে এসএসকেএমে হেপাটোলজিস্ট অভিজিৎ চৌধুরীকে দেখান তিনি। পরীক্ষায় জানা যায়, সিরোসিস অব লিভারে আক্রান্ত অমিত। ডাক্তার জানান লিভার খারাপ থাকলে শুধু কিডনি প্রতিস্থাপনে লাভ হবে না। এরপরই অঙ্গ প্রতিস্থাপন নিয়ে অমিতের পরিবার সহমত পোষণ করেন। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এসএসকেএমে চলেছে অস্ত্রোপচার (Operation)। এর আগে আর এন টেগোর হাসপাতালে (RN Tagore Hospital) একই সঙ্গে কিডনি ও যকৃৎ প্রতিস্থাপনের ঘটনা ঘটলেও, সে ক্ষেত্রে অঙ্গদাতা ছিলেন জীবন্ত।জগদীশের আরও একটি কিডনি পেয়েছেন এসএসকেএমের ৩২ বছরের যুবক এবং হৃৎপিণ্ড পেয়েছেন মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন বছর চল্লিশের এক রোগী। জটিল অপারেশন নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা কিন্তু শেষমেষ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে অস্ত্রোপচার। জগদীশের পরিবার বলছে, এভাবেই তাঁদের প্রিয় মানুষ বেঁচে থাকবেন অন্যের মধ্যে। শুক্রবার মরণোত্তর অঙ্গদানে এমনই ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...