Sunday, May 18, 2025

বছর শেষেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে মোদি সরকার, আশঙ্কা প্রকাশ মমতার

Date:

Share post:

ফের একবার লোকসভা ভোট এগিয়ে আসার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠন টিএমসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন। তাঁর দাবি, তেইশে হয়তো পেরোবে না, চলতি বছরের ডিসেম্বরে বা চব্বিশের জানুয়ারি মাসেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷

তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে এদিন মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই বিজেপি নানাবিধ কৌশল অবলম্বন করছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসন্ন ধূপগুড়ি উপনির্বাচনেও সমস্ত হোটেল, লজ বুক করে বাইরে থেকে লোক আনা হচ্ছে৷ আবার বিরোধীরা যাতে লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার না পায় তার জন্য এখন থেকেই বিজেপি নেতৃত্ব হেলিকপ্টার বুক করে রাখছে বলে দাবি করেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার তো মনে হচ্ছে ডিসেম্বর মাসেই লোকসভা ভোট এগিয়ে নিয়ে আসবে৷ জানুয়ারিতেও হতে পারে৷’

তৃণমূলনেত্রী এ দিন বার বার দলের ছাত্র সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামিদিনে মঞ্চের সামনে বসে থাকা ছাত্রছাত্রীরাই দেশ চালাবে। ছাত্র সমাজকে সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, ‘লোকসভায় যে কোনও মূল্যে বিজেপিকে হারাতেই হবে৷ তা না হলে বিরোধী দলগুলির অস্তিত্বই বিপন্ন হতে পারে৷ নির্বাচন আসলেই বলবে বিনা পয়সায় চাল দেবে, তার পরে উধাও৷ বলবে ১৫ লক্ষ টাকা দেবে, তার পরে উধাও৷ দলিতদের উপরে অত্যাচার এমন পর্যায়ে গিয়েছে যে তারা ভয়ে মুখ খুলতে পারছে না৷ আমাদের মনে জেদ রাখতে হবে৷ বিজেপিকে না সরাতে পারলে দেশটা ঘৃনায় ভরে যাবে৷ বিজেপিকে সরাতে না পারলে কেউ দেশে থাকতে পারব না৷ শুধু বিজেপিই থাকবে। বাকি সব মুছে যাবে। আপনারা সবাই পরাধীনতার রাজত্বে৷ আগামিদিনে শুধু ওরাই থাকবে, বাকি কারও সাইন বোর্ড থাকবে না৷ সংবিধান উঠিয়ে দেবে৷’

spot_img

Related articles

অস্ত্র কারবারি থেকে পাক গুপ্তচর, মাত্র ৫ হাজারে ভারতের তথ্য পাচার নৌমানের

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ভারত থেকেই সাহায্য় করা হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি পঞ্জাব, হরিয়ানা থেকে ছয় গ্রেফতারিতে পরতে পরতে ফাঁস...

আইপিএলে বিদায় হওয়ার পরও নতুন ক্রিকেটার নাইট শিবিরে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। রবিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৮ মে রবিবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৪০ ₹ ৯৩৪০০ ₹খুচরো পাকা সোনা ৯৩৮৫ ₹ ৯৩৮৫০...

পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া...