Tuesday, August 26, 2025

বছর শেষেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে মোদি সরকার, আশঙ্কা প্রকাশ মমতার

Date:

Share post:

ফের একবার লোকসভা ভোট এগিয়ে আসার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠন টিএমসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন। তাঁর দাবি, তেইশে হয়তো পেরোবে না, চলতি বছরের ডিসেম্বরে বা চব্বিশের জানুয়ারি মাসেই লোকসভা ভোট করিয়ে দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷

তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে এদিন মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই বিজেপি নানাবিধ কৌশল অবলম্বন করছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসন্ন ধূপগুড়ি উপনির্বাচনেও সমস্ত হোটেল, লজ বুক করে বাইরে থেকে লোক আনা হচ্ছে৷ আবার বিরোধীরা যাতে লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার না পায় তার জন্য এখন থেকেই বিজেপি নেতৃত্ব হেলিকপ্টার বুক করে রাখছে বলে দাবি করেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার তো মনে হচ্ছে ডিসেম্বর মাসেই লোকসভা ভোট এগিয়ে নিয়ে আসবে৷ জানুয়ারিতেও হতে পারে৷’

তৃণমূলনেত্রী এ দিন বার বার দলের ছাত্র সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামিদিনে মঞ্চের সামনে বসে থাকা ছাত্রছাত্রীরাই দেশ চালাবে। ছাত্র সমাজকে সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, ‘লোকসভায় যে কোনও মূল্যে বিজেপিকে হারাতেই হবে৷ তা না হলে বিরোধী দলগুলির অস্তিত্বই বিপন্ন হতে পারে৷ নির্বাচন আসলেই বলবে বিনা পয়সায় চাল দেবে, তার পরে উধাও৷ বলবে ১৫ লক্ষ টাকা দেবে, তার পরে উধাও৷ দলিতদের উপরে অত্যাচার এমন পর্যায়ে গিয়েছে যে তারা ভয়ে মুখ খুলতে পারছে না৷ আমাদের মনে জেদ রাখতে হবে৷ বিজেপিকে না সরাতে পারলে দেশটা ঘৃনায় ভরে যাবে৷ বিজেপিকে সরাতে না পারলে কেউ দেশে থাকতে পারব না৷ শুধু বিজেপিই থাকবে। বাকি সব মুছে যাবে। আপনারা সবাই পরাধীনতার রাজত্বে৷ আগামিদিনে শুধু ওরাই থাকবে, বাকি কারও সাইন বোর্ড থাকবে না৷ সংবিধান উঠিয়ে দেবে৷’

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...