শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি। সদ্য পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন সুপারস্টার। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন লিও। গোল করার পাশাপাশি গোল করাচ্ছেন আর্জেন্তাইন তারকা। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপ্নের ফর্মে খেলছেন মেসি। ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতানোর পর এবার মেজর লিগ সকারে অভিষেক করে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুরন্ত জয় এনে দেন লিও। আর এরপরই আসে বিপত্তি। এই জয়ের পরেই শাস্তির ঘনঘটা সৃষ্টি হয়েছে মেসির উপর।

রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইনবিরুদ্ধ। আর এখানেই মনে করা হচ্ছে শাস্তি পেতে পারেন লিও। এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা সেই ম্যাচের পর জানান যে মেসি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য থাকবেন না। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, ম্যাচের পর সকল খেলোয়াড়দের সাক্ষাৎকারের জন্য থাকতে হবে। তবে এই নিয়মলঙ্খনের জন্য কি মেসি শাস্তি পাবেন, সেটি এখনও জানা যায়নি। সরকারিভাবে আসেনি এই ঘটনা নিয়ে এখনও অবধি কোনও বিবৃতিও।

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থইস্ট
