Sunday, May 4, 2025

মুখেই নারী নিরাপত্তার বুলি! ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে চরম হে.নস্থার শিকার মহিলা

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) রাজ্যে এবার চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের সাগরের ঘটনা। আর এমন খবর সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, বিগত কয়েক মাস ধরে মণিপুর সহ একাধিক ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের উপর চরম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফের মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগরের একটি দোকানের সামনে চার মাসের সন্তানকে নিয়ে বসে ছিলেন ওই মহিলা। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন দোকানের মালিক। কিন্তু মহিলা সরতে না চাওয়ায় তাঁর উপর চড়াও হন ওই দোকানের মালিক। তাঁর সঙ্গে সামিল হন আশেপাশে থাকা আরও কয়েকজন দোকানিও। এরপরই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তবে এদিন কেউই হামলাকীরাদের বাধা দেওয়ার এতটুকু আগ্রহ দেখাননি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে রাস্তায় ফেলে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতিমিনতি করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশ কয়েক জন এসে মহিলার উপর চড়াও হন। তাঁর মুখে লাথি মারার পাশাপাশি রড দিয়েও মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও মেলেনি রেহাই। তাঁকে আবারও সজোরে চড় মারার ছবি সামনে আসে। তবে এদিন মহিলাকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল, কয়েক হাত দূরেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তাঁরই চার মাসের সন্তান। সেই শিশুটির দিকে কারও খেয়াল ছিল না। উল্টে মহিলাকে মারধর করতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এদিনের পুরো ঘটনার ভিডিও মোবাইলবন্দী করেন অনেকেই। ইতিমধ্যে ঘটনাস্থল চিহ্নিত করে কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

 

 

 

 

 

 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...