Tuesday, August 26, 2025

মাদার টেরিজার টানে কলকাতায় ম্যাসিডোনিয়ার বিদেশ মন্ত্রী, কলকাতাকে চান ‘সিস্টার সিটি’ হিসেবে

Date:

Share post:

কলকাতার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় ম্যাসিডোনিয়া (Macedonia)। মাদার টেরিজাকে (Mother Teresa) কেন্দ্র করে পর্যটন শিল্পেরও বিকাশ চায় তারা। শুক্রবার কলকাতার (Kolkata) মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেখা করে এই ইচ্ছের কথা জানালেন ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। স্রেফ মাদার টেরিজার টানে সাড়ে ছ’হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় হাজির হয়েছেন রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। সঙ্গে ভারতে ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ।

মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পৌঁছে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। শহর নিয়ে নানা আলাপচারিতার পাশাপাশি মেয়রের আতিথেয়তায় মুগ্ধ ওসমানি জানিয়ে দিলেন, ম্যাসিডোনিয়ার সিস্টার সিটি হবে কলকাতা। এবং আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি করা হবে।

আরও পড়ুন- সপ্তম ‘দুয়ারে সরকার’: ব্যাপক সাফল্য, প্রথম দিনেই আবেদন ৫ লক্ষেরও বেশি মানুষের

পুরভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র জানান, মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করতে চায় ম্যাসিডোনিয়া। তাঁদের বিদেশমন্ত্রী এদিন তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা টিমও নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। লেপেনাক নদীর তীরে ম্যাসিডোনিয়াতেই জন্ম মাদার টেরিজার। তবে তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন তিলোত্তমায়। গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি। ১৯২৯ সালের জানুয়ারি মাসে কলকাতায় প্রথম পা রেখেছিলেন। এদিন মাদার টেরিজার দেশের বিদেশমন্ত্রী দেখা করেছেন কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজার সঙ্গেও। বুজার ওসমানি জানিয়েছেন, এ শহরের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় নর্থ ম্যাসিডোনিয়া। গোটা ঘটনায় আপ্লুত আর্চ বিশপও। মাদার টেরিজার জন্মস্থান স্কোপজে থেকে মানুষ এসেছেন ভাবতেই শিহরিত তিনি।

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...