Tuesday, January 13, 2026

অনুশীলনে চোট বিরাটের, পাকিস্তানের বিরুদ্ধে কী অনিশ্চিত কোহলি?

Date:

Share post:

আজ এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে পাকিস্তান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় ভারতীয় দল। গতকাল অনুশীলনে চোট পেয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। এরপরই প্রশ্ন ওঠে তিনি কি খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে? যদিও জানা যাচ্ছে চোট গুরুতর নয়।

ভারতীয় দলের অন্যতম সেরা ভরসা বিরাট।তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই কোহলি এবার চোটের কবলে পড়লেন। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, বিরাট নেটে অনুশীলন করার সময় চোট পান। টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে। এরপর যদিও থাম্বস আপ দিয়ে বিরাট জানিয়ে দেন তিনি ঠিক আছেন। যদিও এরপর আর নেটে ব্যাট হাতে দেখা যায়নি কিং কোহলিকে। মনে করা হচ্ছে, বিরাটের এই চোট খুব একটা গুরুতর নয়। ম্যাচের আগে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি। আর সেকারণেই তিনি অনুশীলনের মাঝপথে নেট ছেড়ে বেরিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতীয় সমর্থকদের আশা ম্যাচে ফিট হয়েই নামবেন বিরাট।

এদিকে শনিবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার পথে রয়েছেন তিনি। ১৩ হাজার রান থেকে আর একটু দূরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রান করলে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনৎ জয়সূর্য।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা কি হবে? কী বলছে নিয়ম?

 

 

 

 

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...