Sunday, August 24, 2025

পরীক্ষা কেন্দ্রে মর্মা.ন্তিক পরিণতি ছাত্রের, হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা

Date:

Share post:

পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রেই মৃত্যু হল এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজে (Uttarpara Collage)। রিষড়া ছাই রোড এলাকার বাসিন্দা রাহুল ঠাকুর (Rahul Thakur)। রিষড়া বিধান কলেজের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান (Political Scicence) বিভাগের ছাত্র রাহুল। শনিবার, তাঁর রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষার সিট (Seat) পড়েছিল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। রিষড়া থেকে সকালে উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসেন রাহুল। এরপর পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ চক্রবর্তী। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই বিষয়ে সুদীপ চক্রবর্তী বলেন, এদিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা ছিল। আর রিষড়া কলেজের ছাত্র রাহুল ঠাকুর তাঁদের কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন। এরপর পরীক্ষা (Examination) চলাকালীন রাহুল অসুস্থ বোধ করায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁকে অধ্যক্ষের গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। রাহুল অসুস্থ বোধ করার পর শিক্ষকরা তাঁকে অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি জানান, তাঁর বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু হঠাৎ কী কারণে মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...