Tuesday, January 13, 2026

পরীক্ষা কেন্দ্রে মর্মা.ন্তিক পরিণতি ছাত্রের, হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা

Date:

Share post:

পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রেই মৃত্যু হল এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজে (Uttarpara Collage)। রিষড়া ছাই রোড এলাকার বাসিন্দা রাহুল ঠাকুর (Rahul Thakur)। রিষড়া বিধান কলেজের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান (Political Scicence) বিভাগের ছাত্র রাহুল। শনিবার, তাঁর রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষার সিট (Seat) পড়েছিল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। রিষড়া থেকে সকালে উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসেন রাহুল। এরপর পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ চক্রবর্তী। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই বিষয়ে সুদীপ চক্রবর্তী বলেন, এদিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা ছিল। আর রিষড়া কলেজের ছাত্র রাহুল ঠাকুর তাঁদের কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন। এরপর পরীক্ষা (Examination) চলাকালীন রাহুল অসুস্থ বোধ করায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁকে অধ্যক্ষের গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। রাহুল অসুস্থ বোধ করার পর শিক্ষকরা তাঁকে অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি জানান, তাঁর বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু হঠাৎ কী কারণে মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Related articles

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ...

১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

সোমবারই বারাসাতে ধরা পড়েছে ২ নিপা ভাইরাস আক্রান্ত (Nipah Virus)। সেইদিন থেকেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছিল স্বাস্থ্য দফতর।...

নাম বাদ কেন? সরাসরি BLO-EROদের প্রশ্ন করুন: তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...