Sunday, November 9, 2025

মোদিরাজ্যের ছায়া উত্তরপ্রদেশেও! কাজে গিয়ে ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

শনিবার মোদিরাজ্যের (Gujrat) পর এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine State) মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে(Gaziabad) কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন পরিযায়ী শ্রমিকের। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি যোগীরাজ্যে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে একের পর এক ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যে কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম প্রতুল মণ্ডল (৩৩)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েতের অন্তর্গত সিংপাড়া এলাকার বাসিন্দা তিনি। পয়সা রোজগারের তাগিদে তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ করতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রতুল। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুপুরে কাজের জায়গা ছেড়ে খাবার খেতে বের হন তিনি। সেই সময় এক দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই শ্রমিক। এরপর তড়িঘড়ি প্রতুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্যু হয় তাঁর। এদিকে, ছেলের মৃত্যুসংবাদ প্রতুলের খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য বাইরে চলে গিয়েছিল সে। গত বৃহস্পতিবার দুপুরে খেতে বেরলে গাড়ি ধাক্কা মারে ওকে। কেউ কেউ আবার বলছে ২৪ তলার উপর থেকে পড়ে গিয়েই নাকি মৃত্যু হয়েছে তাঁর।

বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকের। কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদেরই তিন শ্রমিক গাজিয়াবাদে কাজে গিয়ে প্রাণ হারান। শনিবারও দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক মোদিরাজ্য গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারান। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে বাংলার শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...