Monday, November 10, 2025

মোদিরাজ্যের ছায়া উত্তরপ্রদেশেও! কাজে গিয়ে ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

শনিবার মোদিরাজ্যের (Gujrat) পর এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine State) মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে(Gaziabad) কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন পরিযায়ী শ্রমিকের। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি যোগীরাজ্যে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে একের পর এক ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যে কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম প্রতুল মণ্ডল (৩৩)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েতের অন্তর্গত সিংপাড়া এলাকার বাসিন্দা তিনি। পয়সা রোজগারের তাগিদে তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ করতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রতুল। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুপুরে কাজের জায়গা ছেড়ে খাবার খেতে বের হন তিনি। সেই সময় এক দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই শ্রমিক। এরপর তড়িঘড়ি প্রতুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্যু হয় তাঁর। এদিকে, ছেলের মৃত্যুসংবাদ প্রতুলের খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য বাইরে চলে গিয়েছিল সে। গত বৃহস্পতিবার দুপুরে খেতে বেরলে গাড়ি ধাক্কা মারে ওকে। কেউ কেউ আবার বলছে ২৪ তলার উপর থেকে পড়ে গিয়েই নাকি মৃত্যু হয়েছে তাঁর।

বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকের। কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদেরই তিন শ্রমিক গাজিয়াবাদে কাজে গিয়ে প্রাণ হারান। শনিবারও দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক মোদিরাজ্য গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারান। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে বাংলার শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...