Saturday, January 10, 2026

কলম্বোয় টানা বৃষ্টি , সরতে পারে এশিয়া কাপে সুপার-৪-এর ম‍্যাচ : সূত্র

Date:

Share post:

বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍্যাচ। সোমবারের ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এতেই চিন্তার ভাঁজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কারণ শ্রীলঙ্কায় এখন বৃষ্টি। আর বিশেষ করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ছবিটা আরও খারাপ। সেখানে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেখানেই সুপার ফোরের পাঁচটি ম্যাচ এবং এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা। আর এরপরই চিন্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, বৃষ্টির কারণে যাতে ম‍্যাচ ভেস্তে যেতে না পারে তাই, সুপার ফোরের ম‍্যাচ গুলির কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এক্ষেত্রে ম‍্যাচ সরলে হতে পারে পাল্লেকেলে এবং ডাম্বুলাতে।

সূত্রের খবর,  ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে। জানা যাচ্ছে, কলম্বো থেকে ম্যাচ সরানো হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প রয়েছে পাল্লেকেলে ও ডাম্বুলার। সুতরাং, কলম্বো থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হলে এই দুটি কেন্দ্রে আয়োজন করা হতে পারে।

এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় পিসিবি শেষমেশ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপ যুগ্মভাবে আয়োজিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এক হাত নিলেন নাজম শেঠি। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান বলেন,” পুরো বিষয়টাই অত্যন্ত হতাশার। ক্রিকেটের সব থেকে বড় লড়াই বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। পিসিবি চেয়ারম্যান থাকার সময় এসিসি কর্তাদের অনুরোধ করেছিলাম, ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার। অথচ শ্রীলঙ্কায় খেলা আয়োজনের পক্ষে দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল। ওদের দাবি ছিল, দুবাইয়ে নাকি ভীষণ গরম।

আরও পড়ুন:ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, ইস্টবেঙ্গলকে হারাল ১-০ গোলে

 

 

 

 

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...