প্রকাশ্যে ফের উস্কানিমূলক মন্তব্য বিজেপি নেতার। রাজনৈতিক সভামঞ্চে দাঁড়িয়ে বাঁকুড়া জেলা বিজেপি নেতা বিকাশ ঘোষ তৃণমূল নেতাদের গাছে বেঁধে উত্তম মধ্যম মার দেওয়ার নিদান দিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওই বিজেপি নেতা তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারধর করে হাসপাতালে ভর্তিরও নিদান দেন।

আরও পড়ুনঃ অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ালো রাজ্য

বিজেপির জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ বলেন, ‘আমরা কিন্তু চুপ করে বসে নেই। যদি কোনও তৃণমূল নেতা হুমকি দেয়, চমকায় তাকে গাছে বেঁধে উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করে দেবেন। আমাদের বিধায়করা বসে রয়েছেন, চিকিৎসার জন্য সুপারিশ করে দেবেন। তারপর বাড়িতে পৌঁছে দেব।’
ওই বিজেপি নেতার আরও হুঁশিয়ারি, ‘আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তৃণমূলের বাপের নাম ভুলিয়ে দেব! তখন প্রশাসনও বুঝতে পারবে আর ওই তৃণমূলের চামচাগুলো বুঝতে পারবে।’
