Tuesday, November 11, 2025

ভারত, তুরস্কে নকল লিভারের ওষুধের রমরমা, সতর্কতা জারি হু’র

Date:

Share post:

নকল ওষুধের রমরমা ভারতের বাজারে। জাল লিভারের ওষুধ(fake liver medicine) ব্যাপকভাবে বিক্রি হচ্ছে ভারত ও তুরস্কে। ডেফিটেলিও নামের এই নকল লিভারের ওষুধ নিয়ে এবার সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) তরফে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে(India) এবং জুলাই মাসে তুরস্কের বাজারে এই ব্র্যান্ডের জাল ওষুধ ধরা পড়েছে। আসল ডেফিটেলিও ওষুধ হেপাটিক ভেনো-অকালসিভ রোগের চিকিৎসায় কাজে লাগে। লিভারের অসুখের থেরাপিতে, অস্থিমজ্জা প্রতিস্থাপন থেরাপিতেও প্রয়োগ করা হয় এই ওষুধ।

হু-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ব্র্যান্ডের অনেক ভুয়ো ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এটি নিয়ন্ত্রিত এবং অনুমোদিত চ্যানেলের বাইরে সরবরাহ করা হয়েছে।ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেইসব ওষুধ সাধারণের হাতে এলে এবং তা ব্যবহার করলে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে প্রাণ সংশয়ের ঝুঁকিও বাড়বে। আসল ডেফিটেলিও ওষুধ জার্মানি, অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়। বিশেষজ্ঞদের সন্দেহ, এই ব্র্যান্ডের ওষুধ নকল করে তা পাচার করা হচ্ছে ভারত, তুরস্কের বাজারে। ফলে ভুয়ো ওষুধে ছেয়ে গেছে দেশের বাজার। হু-এর বিবৃতিতে বলা হয়েছে, “প্রকৃত নির্মাতা পরামর্শ দিয়েছে যে, ব্যাচ ২০ জি২০এ-এর সাথে জেনুইন ডিফিটেলিও জার্মান ও অস্ট্রিয়ায় প্যাকেজিং করা হয়েছিল৷ এর পরিবর্তে জাল ওষুধগুলি ব্রিটেন এবং আয়ারল্যান্ডের প্যাকেজিংয়ে রয়েছে৷ জাল ওষুধে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখটি মিথ্যা এবং ব্যবহারের নিবন্ধিত নির্দিষ্ট সময়সীমা মেনে চলে না। ওষুধটির ভারত এবং তুর্কিতে বিপণনের অনুমোদন নেই।”

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...