Thursday, August 21, 2025

ফের যোগীরাজ্যে কিশোরীকে গণধ.র্ষণ! পুলিশের হাত থেকে বাঁচতে ম.র্মান্তিক পরিণতি অ.ভিযুক্তর

Date:

Share post:

মুখেই শুধু নারী নিরাপত্তার (Women Safety) বুলি। আসলে কাজের বেলায় নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার আসল ছবি সামনে এল উত্তর প্রদেশে (Uttar Pradesh)। ফের যোগীরাজ্যে গণধর্ষণের শিকার এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, বাবার দোকান থেকে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সোমবার উত্তরপ্রদেশের আগরার (Agra) এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। বুধবার ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় বাবার দোকান থেকে ফিরছিল ওই কিশোরী। রাস্তার একটি ফাঁকা জায়গায় এক বাইকচালক তার পথ আটকে দাঁড়ায়। তবে সে একা নয়, অটো নিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল আরও দু’জন। এরপরই কিছু বুঝে ওঠার আগেই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় বাইকচালক। তারপর অটোয় থাকা দুজনের হাতে তুলে দেয় কিশোরীকে। নির্যাতিতার অভিযোগ, এরপরই তাঁকে একটি ইটভাটায় নিয়ে যায় অভিযুক্ত তিন জন। সেখানে তাঁকে গণধর্ষণ অভিযুক্তরা চম্পট দেয়। এদিকে মঙ্গলবার সকালে ইটভাটার এক কর্মী ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে।

এরপর কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে যোগীর মুখ বাঁচাতে তদন্তে নামে পুলিশ। ধীরে ধীরে পুলিশের জালে ধরা পড়ে রূপেশ, করুয়া এবং জগদীশ নামে তিন অভিযুক্ত। অভিযুক্তেরা সকলেই শামসাবাদ গ্রামের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর। তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। এদিকে শামসাবাদ গ্রাম থেকে এক অভিযুক্ত গ্রেফতার হতেই আর এক অভিযুক্ত চম্পট দেয়। অন্যদিকে, ধরা পড়ার ভয়ে আর এক অভিযুক্ত জগদীশ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে জগদীশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এদিকে আগরার ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, অটোচালক রূপেশকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তাঁকে জেরা করেই জগদীশ এবং করুয়ার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার হওয়ার ভয়ে গা ঢাকা দেয় করুয়া। অন্যদিকে, গ্রেফতারি এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয় জগদীশ।

 

 

 

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...