‘জওয়ান ‘(Jawan )বদলে দিয়েছে ভারতীয় ছবির পরিচিতি। দেশ জুড়ে ৫৭ বছরের রাজার বন্দনা। পাঠান শেষের আসন আজও অটল জওয়ানের। ছোট থেকে বুড়ো সকলেই সদর্পে বলছেন, এস আর কে মানেই ‘জিন্দা বান্দা ‘। গতকাল মুক্তি পেয়েছে জওয়ান। তার আগের দিন মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় হলের বাইরে ভিড়। কোথাও রাত ২টোর শো, কোনও শহরে শো শুরু হয়েছে ভোর ৫টা থেকে। সময় যা-ই হোক না কেন, ভারতের প্রায় প্রতিটি জায়গাতেই চিত্রটা একই। তাই এবার বলিউড বাদশার কাছে মাথা নত করলেন কঙ্গনা রানাওয়াত। ‘জওয়ান’ দেখে অভিনেত্রী বললেন ‘শাহরুখ সিনেমার ভগবান’।

শাহরুখ খানের সাফল্য নিয়ে কারোর মনে দ্বিতীয় কোন প্রশ্ন নেই। কিন্তু যে কঙ্গনার নিশানায় বারবার পড়তে হয়েছে বলিউডের তাবড় তারকাদের। এ বার সেই কঙ্গনার গলায় উল্টো সুর? সিনেমা দেখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের কুইন লেখেন ‘‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয়, তাঁদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’’

পাঠানকে টপকে প্রথম দিনে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান। আর কোন কোন রেকর্ড শাহরুখ নিজের নামে করেন এখন সেটাই দেখার।
