Sunday, August 24, 2025

জমি জটে রাজ্যে আটকে রেলের একাধিক প্রকল্প, মমতাকে চিঠি রেলমন্ত্রীর

Date:

Share post:

অনুমোদন পাওয়ার পরেও জমি জটে রাজ্যে আটকে রেলের ৬১ টি প্রকল্প। কোথাও কাজ শুরু হয়েও থমকে গিয়েছে তো কোথাও শুরুই করা যায়নি কাজ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় জমি জোগাড় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnaw)। সূত্রের খবর, দিন দুয়েক আগেই নবান্নে(Nabanna) পাঠানো হয়েছে এই চিঠি। তাতে আটকে থাকা রেল প্রকল্পগুলির জন্য জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন রেলমন্ত্রী(Rail Minister)।

রেল সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা এবং সমীক্ষা সম্পন্ন হয়ে গেলেও শুধুমাত্র জমির সমস্যায় আটকে রয়েছে রেলের ৬১ টি প্রকল্প। যার মধ্যে ৪১টি রেল প্রকল্পের কাজ এখনও শুরুই করা যায়নি। আর ২০টি প্রকল্পের কাজ থমকে গিয়েছে। এই তালিকায় রয়েছে নামখানা-চন্দ্রনগর, চন্দ্রনগর-বকখালি, তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙ্গা, কাটোয়া-মন্তেশ্বর, বজবজ-পূজালি, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ, পূজালি-বাখরহাট, মন্তেশ্বর-মেমারি, ডানকুনি-ফুরফুরা রেল প্রকল্প ইত্যাদি। শুরুর পরেও মাঝপথে বন্ধ রয়েছে কাকদ্বীপ-বকখালি, তারকেশ্বর-ফুরফুরা, নন্দীগ্রাম-কান্দিয়ামারি, নন্দকুমার-বলাইপান্ডার মতো ২০টি প্রকল্পের কাজ।

নবান্নকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রীর দাবি, এ রাজ্যে প্রকল্পে গতি আনতে রেল তৎপর। ‘প্রমাণ হিসেবে’ সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন রেল প্রকল্পে মোট প্রায় ৫১ হাজার কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে চলতি বাজেটেই বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে জমি জটে প্রকল্পগুলি আটকে থাকায় দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...